Ajker Patrika

৪ শ্রমিকনেতা আটকের অভিযোগে সিলেটে পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৪২
৪ শ্রমিকনেতা আটকের অভিযোগে সিলেটে পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ

সিলেটের বিভিন্ন মহাসড়ক পয়েন্ট অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে সিলেটের ১৮টি থানায় সড়ক অবরোধ করেন তাঁরা।

এদিকে, অবরোধের ফলে সিলেট–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ তুলে নেননি শ্রমিকেরা।

জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, ‘আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে নিয়ে গেছে আমরা জানি না। আমাদের কিছু বলা হয়নি। তাঁদের না ছাড়া পর্যন্ত অবরোধ তুলব না। জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এখন একই সঙ্গে ১৮টি থানায় অবরোধ চলতেছে।’

শ্রমিকনেতারা জানান, র‍্যাব বাহিনী তাঁদের চারজন শ্রমিকনেতাকে ধরে নিয়ে গেছে। সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজন ও দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে দুজনকে ধরে নিয়ে গেছে। তবে এখনো তারা আটকের সত্যতা নিশ্চিত করেনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এখনো অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। তারা শুধু তেতলি পয়েন্ট না, পুরো জেলায়ই এই অবরোধ পালন করছেন।’

এ বিষয়ে র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাঁদাবাজদের ধরতে আমাদের একটি টিম অভিযানে রয়েছে। অভিযান শেষে তারা ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত