Ajker Patrika

কুলাউড়ায় তীব্র গরমে বেঁকে যায় রেললাইন

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৫, ২১: ৪০
মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে যায়।

আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার রাৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লংলা এলাকায় একটি জায়গায় আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে। পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠান্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন পাহাড়িকা ট্রেনের যাত্রীরা। চালক দক্ষতার সঙ্গে ট্রেন থামিয়ে নিচে নামেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেললাইন সচল করা হয়।

মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন মেরামত। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন মেরামত। ছবি: সংগৃহীত

কুলাউড়া লংলা সেকশনের রেলকর্মী কামরুল ইসলাম ও সেবুল আহমদ বলেন, তীব্র গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে বেঁকে যায় প্রায় ৩০ ফুট রেললাইন। রেলকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জমি থেকে পানি, কাদা ও কচুরিপানা দিয়ে রেললাইন সচল করলে পাহাড়িকা ট্রেন ঘটনাস্থল থেকে ছেড়ে যায়। রাত ৭টা পর্যন্ত কাজ করে পুরোপুরি রেললাইন সচল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত