সিলেট প্রতিনিধি
সরকার দেশের নৌপথগুলো সচল করে ভারতের সঙ্গে পণ্য আনা ও নৌ-যোগাযোগ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নদীপথে পণ্য আনা-নেওয়া সহজ এবং খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেওয়া করা হতো। ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। নৌপথগুলো সচল করে সারা ভারতের সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট রুটে ৬ লেন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে পুরোটাই বদলে যাবে সিলেট। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।
সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নত করা হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটের রেললাইনের আধুনিকায়ন করা হবে।
বক্তব্য শেষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সরকার দেশের নৌপথগুলো সচল করে ভারতের সঙ্গে পণ্য আনা ও নৌ-যোগাযোগ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নদীপথে পণ্য আনা-নেওয়া সহজ এবং খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেওয়া করা হতো। ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। নৌপথগুলো সচল করে সারা ভারতের সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট রুটে ৬ লেন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে পুরোটাই বদলে যাবে সিলেট। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।
সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নত করা হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটের রেললাইনের আধুনিকায়ন করা হবে।
বক্তব্য শেষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। দিনদুপুরে প্রকাশ্যে ওই ঘটনা ঘটলেও মামলার এজাহারে কোনো আসামির নাম নেই।
১২ মিনিট আগেচিকিৎসক, অবকাঠামো ও জনবলসহ ২৫০ শয্যা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চালুর দাবিতে অনশন করেছে স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয় এ কর্মসূচি।
১৫ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।
২৫ মিনিট আগেমানহানির মামলায় সমালোচিত সাময়িক বরখাস্ত সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের শুনানির সময় ঊর্মি নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে আদালতে ন্যায়বিচার প
৩৩ মিনিট আগে