Ajker Patrika

নৌপথ সচল করে ভারতের সঙ্গে নৌ-বাণিজ্য করতে চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮: ৫৩
Thumbnail image

 সরকার দেশের নৌপথগুলো সচল করে ভারতের সঙ্গে পণ্য আনা ও নৌ-যোগাযোগ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নদীপথে পণ্য আনা-নেওয়া সহজ এবং খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেওয়া করা হতো। ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। নৌপথগুলো সচল করে সারা ভারতের সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট রুটে ৬ লেন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে পুরোটাই বদলে যাবে সিলেট। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। 

সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নত করা হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটের রেললাইনের আধুনিকায়ন করা হবে। 

বক্তব্য শেষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত