Ajker Patrika

ঈদের ছুটিতে সিলেটে বিভাগে ২৮৭ স্বাভাবিক প্রসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেটে একটি স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসবের পর সুস্থ মা ও শিশু। ছবি: সংগৃহীত
সিলেটে একটি স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসবের পর সুস্থ মা ও শিশু। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ২৮৭টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব প্রসব সেবা দেওয়া হয়। এ ছাড়া ৭৩৯ জনকে গর্ভকালীন সেবা ও ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়।

আজ শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ২৭ ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদের নির্দেশনায় বিভাগজুড়ে সেবা কার্যক্রম চলমান ছিল। ঈদের ছুটিতে এই সেবা আমরা দিতে পেরেছি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত