প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রাম ও বাজারের আশপাশের এলাকার ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রাম ও বাজারের আশপাশের এলাকার ভাঙন পরিস্থিতি ও দুর্দশা কমবে বলে আশা করা হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রাম ও বাজারের আশপাশের এলাকার নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার সেজুল হোসেন। পরে একই দাবিতে তাগিদ দিয়ে পাউবোকে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এরপর পাউবো অফিস থেকে একাধিকবার ভাঙন কবলিত এলাকার জরিপ চালিয়ে একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়।
২৫ জুলাই আজকের পত্রিকায় 'সুরমায় বিলীন দোকানপাট' শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস। নূরপুর এলাকার নদী ভাঙন রোধে দুইটি প্যাকেজে ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গুডম্যান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ পায়। এর আওতায় নূরপুর বাজারের দক্ষিণ-পশ্চিম অংশ ও নূরপুর মসজিদের পাশে মোট ১৫০ মিটার জায়গায় ১৬ হাজার জিও ব্যাগ ফেলা হবে। কাজের সময়সীমা ধরা হয়েছে ১৫ দিন।
নূরপুর গ্রামের বাসিন্দা শাহ জামাল বলেন, 'আমাদের গ্রামের কৃতি সন্তান সেজুল হোসেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের কৃতজ্ঞতা জানাই। নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হলে আমরা এলাকাবাসী উপকৃত হব।'
ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুব আলম বলেন, 'পানি বেড়ে যাওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। আর ১০ থেকে ১২ দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। ভাঙন কবলিত অংশে জিও ব্যাগ ফেলা হয়েছে।'
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী আবু সায়েম সাফিউল ইসলাম বলেন, 'আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে দেখেছি। সংশ্লিষ্ট এলাকায় নদী ভাঙন রোধে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি।'
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রাম ও বাজারের আশপাশের এলাকার ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রাম ও বাজারের আশপাশের এলাকার ভাঙন পরিস্থিতি ও দুর্দশা কমবে বলে আশা করা হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রাম ও বাজারের আশপাশের এলাকার নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার সেজুল হোসেন। পরে একই দাবিতে তাগিদ দিয়ে পাউবোকে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এরপর পাউবো অফিস থেকে একাধিকবার ভাঙন কবলিত এলাকার জরিপ চালিয়ে একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়।
২৫ জুলাই আজকের পত্রিকায় 'সুরমায় বিলীন দোকানপাট' শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস। নূরপুর এলাকার নদী ভাঙন রোধে দুইটি প্যাকেজে ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গুডম্যান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ পায়। এর আওতায় নূরপুর বাজারের দক্ষিণ-পশ্চিম অংশ ও নূরপুর মসজিদের পাশে মোট ১৫০ মিটার জায়গায় ১৬ হাজার জিও ব্যাগ ফেলা হবে। কাজের সময়সীমা ধরা হয়েছে ১৫ দিন।
নূরপুর গ্রামের বাসিন্দা শাহ জামাল বলেন, 'আমাদের গ্রামের কৃতি সন্তান সেজুল হোসেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের কৃতজ্ঞতা জানাই। নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হলে আমরা এলাকাবাসী উপকৃত হব।'
ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুব আলম বলেন, 'পানি বেড়ে যাওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। আর ১০ থেকে ১২ দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। ভাঙন কবলিত অংশে জিও ব্যাগ ফেলা হয়েছে।'
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী আবু সায়েম সাফিউল ইসলাম বলেন, 'আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে দেখেছি। সংশ্লিষ্ট এলাকায় নদী ভাঙন রোধে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি।'
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে