Ajker Patrika

সোমেশ্বরীতে নাব্যতা সংকট, ফসল আবাদ ব্যাহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩২
Thumbnail image

সুনামগঞ্জের মধ্যনগরের প্রধান নদী সোমেশ্বরীসহ এর বিভিন্ন শাখা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া কৃষকেরা ফসল আবাদের জন্য জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সানু আহমেদ জানান, গত ডিসেম্বর মাসের শেষের দিকে সোমেশ্বরীসহ এর শাখা নদী উবদাখালী ও মনাইয়ের পানি কমতে শুরু করে। অনেক স্থানে প্রায় শুকিয়ে গেছে। এসব কারণে বিভিন্ন নৌযান এসব নদীতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। 

মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘জমিতে পানি সেচের সময় উবদাখালী নদী শুকিয়ে গেছে। এতে আমার ধানের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীটি দ্রুত খনন করলে আমাদের বড় উপকার হতো।’ 

ইঞ্জিনচালিত নৌকার মাঝি ও মধ্যনগর উপজেলার গলইখালী এলাকার বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ার কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে। আমরা ঠিকমতো ভাড়া খাটতে পারি না। অচিরেই নদীটি খনন করা হলে কম খরচে পণ্য পরিবহন করতে পারব।’ 

মধ্যনগর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন প্রয়োজন। এই জন্য নদী খনন করা জরুরি। নদীর নাব্যতা সংকটের কারণে প্রতিবছর বন্যায় হাওরে ফসলের ক্ষতি হয়। এ ছাড়া নৌপথে পণ্য পরিবহনের জন্য মোটা অঙ্কের ভাড়া গুনতে হয়। তাই হাওরাঞ্চলের প্রতিটি নদী খনন করা জরুরি।’ 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আজকের পত্রিকা জানান, জেলার ১৪টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পরপরই সোমেশ্বরীসহ এর শাখা নদীগুলোর খননকাজ শুরু করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত