Ajker Patrika

মৌলভীবাজারে ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১ 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
Thumbnail image

মৌলভীবাজারে ধারালো অস্ত্রের আঘাতে জিসান (১৩) নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ সোমবার থানায় মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

এর আগে গতকাল রোববার শহরের চুবরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। ও ওই এলাকার তাইদুল ইসলাম চৌধুরী। আহতেরা হলো একই এলাকার শাওন (১৫) ও মোবারক (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আনোয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পথে জিসান, শাওন ও মোবারকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। আনোয়ার জিসানকে চড়-থাপ্পড় দেন। জিসানসহ তাঁর সঙ্গে থাকা কয়েজন এর প্রতিবাদ করলে আনোয়ার এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। জিসান ও মোবারকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভর্তির পর চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী আনোয়ারের বাসা ঘেরাও করে তাকে আটকে রাখে ও ভাঙচুর করে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত