Ajker Patrika

চলন্ত বাসে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

হবিগঞ্জ প্রতিনিধি
চলন্ত বাসে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

আত্মীয়ের বাড়ি থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে প্রসব যন্ত্রণা উঠে এক নারীর। পরে ওই বাসেই সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি নিয়ে হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিনালে বিতরণ করা হয় মিষ্টি। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। 

সন্তান জন্ম দেওয়া নারীর নাম নুননাহার বেগম। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। 

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে (সিলেট ব ১১-০১০৬) হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা উঠে। একপর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’ 

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া  মা ও নবজাতকের বাস ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করি।’ 

শংক শুভ্র রায় বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সন্ধ্যার পর তারা নিজ বাড়ি কাশিপুরের উদ্দেশে  বাস টার্মিনাল ত্যাগ করেন।’ 

নবজাতকের বাবা জাহেদুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছে।’ 

তিনি বলেন, ‘মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছে আল্লাহ যেন তাদের ভালো করেন।’ 

বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। সে অনেক সাহসী। বাসের মধ্যে প্রসব যন্ত্রণা উঠলেও সাহস রেখে ধৈর্য ধরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত