Ajker Patrika

যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তারা গণমানুষের শত্রু: সিলেটের বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা। ছবি: আজকের পত্রিকা
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ’৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের ভাষা-সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু।

আজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

রেজা-উন-নবী বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।’ তিনি আরও বলেন, ‘বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ‌ছাত্র-জনতাকে পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় একইভাবে হত্যা করছে।’

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত