Ajker Patrika

নবীগঞ্জে ৩ দিনব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। আজ রোববার বিকেলে নবীগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। মেলা শেষ হবে আগামী মঙ্গলবার। 

উদ্বোধন অনুষ্ঠানে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাহেল আহমেদ, সায়মা সাদিয়া চৌধুরী মাঈশা ও জান্নাতুল ফেরদৌস রুমুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমদ আজাদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, প্রবাসী কমিউনিটি লিডার মো. আ. হান্নান, সাংবাদিক এম, এ মুহিত, কবি আফতাব আল মাহমুদ, কবি অচিন্ত্য আচার্য, কবি নিলুফা ইসলাম নিলু, সমাজসেবক শিহাব আহমেদ চৌধুরী প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলার স্মারক ‘রক্তে রাঙানো একুশ’, কবি পৃথ্বীশ চক্রবর্তীর দুটি বই ও কবি নিলুফা ইসলাম নিলুর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত