Ajker Patrika

সিলেটে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১২

সিলেট প্রতিনিধি
Thumbnail image

ভোট বর্জন ও হরতালের সমর্থনে সিলেটের কানাইঘাটে মশাল মিছিল বের করে বিএনপি। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ শনিবার রাতে উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। আহত কারও নাম জানা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি সুরইঘাট বাজারে মশাল মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কানাইঘাটের সুরইঘাট বাজার এলাকায় মশাল মিছিল বের করে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় মিছিলটি বাজারে পৌঁছালে অপর দিক থেকে আসা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলে ১০-১২ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। তখন ওই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন।

কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা কর্মীরা মিছিল নিয়ে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালায়। তখন উভয়ের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে আমাদের ৪-৫ জন আহত হয়েছেন।’

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে জানান, বিএনপি সুরইঘাট বাজারে মশাল মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত