কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিষাক্ত সাপ ছোবল দেয় ঝর্ণা সিংহা (২৭) নামের এক গৃহবধূকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বাড়ি এনে বিকেল থেকে শুরু করে সারা রাত কবিরাজ-ওঝা দিয়ে করা হয়েছে ঝাড়ফুঁক। এরপর আজ বুধবার সকালে আবার লাশ নিয়ে তাঁরা রওনা দিয়েছেন কুলাউড়া মিশনের দিকে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে সাপে কাটে ওই গৃহবধূকে। ঝর্ণা সিংহা একই গ্রামের বাবুল সিংহের স্ত্রী। স্থানীয়দের বিশ্বাস, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই তারা ঝাড়ফুঁক করাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝর্ণা সিংহা গরুর খাবারের জন্য বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপে ছোবল মারে। সাপে ছোবল মারার পর ঝর্ণা ঘরে এসে লোকজনকে সাপে ছোবল দেওয়ার কথা বললে পরিবারের লোকজন কাপড় দিয়ে শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালে নেওয়ার পর সাপের কামড়ের ইনজেকশন দিলেও বাঁচানো যায়নি ঝর্ণাকে। কিন্তু মৃত্যুর খবর বিশ্বাস হয়নি পরিবারের লোকজনের। তাই তারা বিভিন্ন জায়গা থেকে কবিরাজ-ওঝা এনে ঝাড়ফুঁক করাচ্ছে। গত ২৪ ঘণ্টা ঝাড়ফুঁক করে ব্যর্থ হয়ে চলে গেছেন বিভিন্ন ওঝা। তবুও মৃত ঝর্ণা জীবিত আছে বলে সৎকার করছে না পরিবার।
স্থানীয়রা জানান, ঝর্ণাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু ঝর্ণার পরিবার ও এলাকার অনেকেই বলছে, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই ঝাড়ফুঁক চলছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়ছয়ুজ্জামান বলেন, ঝর্ণাকে হাসপাতালে আনার পর আমরা সাপের কামড়ের ইনজেকশন দিই। তবে এর আগেই সাপের বিষ ঝর্ণার শরীরে ছড়িয়ে যাওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঝর্ণার পরিবারের সদস্য প্রদীপ সিংহ বলেন, ‘বিষাক্ত সাপে কামড় মারার পর ঝর্ণা ব্যথায় ছটফট করতে থাকে। এরপর আমরা মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে ইনজেকশন দেওয়ার পর মারা যায়। বাড়িতে আনার পর অনেকই বলেন ঝর্ণা বেঁচে আছে—এ জন্য আমরা ঝাড়ফুঁক করাচ্ছি।’
এ বিষয়ে নিহতের ননদ শিবলী রাণী সিনহার বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে ৪ জন ওঝা এসে বৌদিকে ঝাড়ফুঁক দিয়ে গেছে। রাতে বৌদির শরীর শক্ত হয়ে গেলেও সকাল থেকে বৌদির শরীর নরম হয়ে গেছে। তার হাত-পা এখন নাড়ানো সম্ভব হচ্ছে। তাই আমরা দাহ না করে বৌদিকে নিয়ে কুলাউড়া মিশনে যাচ্ছি।’
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাপের কামড়ে ঝর্ণার মৃত্যু হয়েছে—এ কথা পরিবারের লোকজন বিশ্বাস করছে না। তারা সারা রাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেছে। আমি সকালে তাদের সিলেট হাসপাতালে পাঠিয়েছি। এ কথা বলে, যদি মেডিকেল পরীক্ষা করে ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা করে তাহলে তোমার সৎকার করো। পরিবারের লোকজন এখন কি করে দেখার বিষয়।’
মৌলভীবাজারের কমলগঞ্জে বিষাক্ত সাপ ছোবল দেয় ঝর্ণা সিংহা (২৭) নামের এক গৃহবধূকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বাড়ি এনে বিকেল থেকে শুরু করে সারা রাত কবিরাজ-ওঝা দিয়ে করা হয়েছে ঝাড়ফুঁক। এরপর আজ বুধবার সকালে আবার লাশ নিয়ে তাঁরা রওনা দিয়েছেন কুলাউড়া মিশনের দিকে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে সাপে কাটে ওই গৃহবধূকে। ঝর্ণা সিংহা একই গ্রামের বাবুল সিংহের স্ত্রী। স্থানীয়দের বিশ্বাস, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই তারা ঝাড়ফুঁক করাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝর্ণা সিংহা গরুর খাবারের জন্য বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপে ছোবল মারে। সাপে ছোবল মারার পর ঝর্ণা ঘরে এসে লোকজনকে সাপে ছোবল দেওয়ার কথা বললে পরিবারের লোকজন কাপড় দিয়ে শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালে নেওয়ার পর সাপের কামড়ের ইনজেকশন দিলেও বাঁচানো যায়নি ঝর্ণাকে। কিন্তু মৃত্যুর খবর বিশ্বাস হয়নি পরিবারের লোকজনের। তাই তারা বিভিন্ন জায়গা থেকে কবিরাজ-ওঝা এনে ঝাড়ফুঁক করাচ্ছে। গত ২৪ ঘণ্টা ঝাড়ফুঁক করে ব্যর্থ হয়ে চলে গেছেন বিভিন্ন ওঝা। তবুও মৃত ঝর্ণা জীবিত আছে বলে সৎকার করছে না পরিবার।
স্থানীয়রা জানান, ঝর্ণাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু ঝর্ণার পরিবার ও এলাকার অনেকেই বলছে, ‘সাপে কামড় দিলে মানুষ ২১ দিন বেঁচে থাকে’ তাই ঝাড়ফুঁক চলছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়ছয়ুজ্জামান বলেন, ঝর্ণাকে হাসপাতালে আনার পর আমরা সাপের কামড়ের ইনজেকশন দিই। তবে এর আগেই সাপের বিষ ঝর্ণার শরীরে ছড়িয়ে যাওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঝর্ণার পরিবারের সদস্য প্রদীপ সিংহ বলেন, ‘বিষাক্ত সাপে কামড় মারার পর ঝর্ণা ব্যথায় ছটফট করতে থাকে। এরপর আমরা মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে ইনজেকশন দেওয়ার পর মারা যায়। বাড়িতে আনার পর অনেকই বলেন ঝর্ণা বেঁচে আছে—এ জন্য আমরা ঝাড়ফুঁক করাচ্ছি।’
এ বিষয়ে নিহতের ননদ শিবলী রাণী সিনহার বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে ৪ জন ওঝা এসে বৌদিকে ঝাড়ফুঁক দিয়ে গেছে। রাতে বৌদির শরীর শক্ত হয়ে গেলেও সকাল থেকে বৌদির শরীর নরম হয়ে গেছে। তার হাত-পা এখন নাড়ানো সম্ভব হচ্ছে। তাই আমরা দাহ না করে বৌদিকে নিয়ে কুলাউড়া মিশনে যাচ্ছি।’
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাপের কামড়ে ঝর্ণার মৃত্যু হয়েছে—এ কথা পরিবারের লোকজন বিশ্বাস করছে না। তারা সারা রাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেছে। আমি সকালে তাদের সিলেট হাসপাতালে পাঠিয়েছি। এ কথা বলে, যদি মেডিকেল পরীক্ষা করে ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা করে তাহলে তোমার সৎকার করো। পরিবারের লোকজন এখন কি করে দেখার বিষয়।’
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) সেতুর জন্য অধিগ্রহণ করা জমি দখলের মহোৎসব চলছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০ মিটার সেতুর দুই পাড়ের অধিকাংশ জমি এরই মধ্যে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে ঘর ও দোকান। সেসব ভাড়া দিয়ে টাকা নিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী।
২ ঘণ্টা আগে‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
২ ঘণ্টা আগে