Ajker Patrika

চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল মনছুর চৌধুরী। তিনি জানান, আদালতের এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবদর্শন গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আব্দুল হকের বাড়িতে কৌশলে ঢুকে তাঁর স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে।

পরে এ ঘটনায় আব্দুল হকের মেয়ে বাদী হয়ে ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন পলাতক ছিলেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত