Ajker Patrika

হবিগঞ্জে আ. লীগ নেতার জামিন, পরে স্থগিত 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৩
Thumbnail image

হামলা মামলায় হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা জামিন পেলেও পরে তা স্থগিত হয়ে যায়। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগ নেতা রজব আলীর জামিন মঞ্জুর করেন। এ সময় আদালতে হট্টগোল সৃষ্টি হলে বিচারক এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। 

খবর পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশীদ সংশ্লিষ্ট এজলাস কক্ষে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় দুই ঘণ্টা মুলতবি থাকার পর আদালত কার্যক্রম শুরু হয়। 

জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ছাত্র–জনতার ওপর হামলা হয়। এ ঘটনায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রধান করে আওয়ামী লীগের ৯৮ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়। ১৩ সেপ্টেম্বর ওই মামলার ২ নম্বর আসামি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলী গ্রেপ্তার হন। 

আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন ওই মামলার শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এজলাসে হট্টগোলের সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। 

পরে বাদী পক্ষের আইনজীবী মোজাম্মেল হক ও গুলজার খান হবিগঞ্জ দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন এবং জামিনের স্থগিতাদেশ চান। বেলা আড়াইটার দিকে দায়রা জজ মো. হাসানুল ইসলাম রিভিশনটি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ স্থগিত করেন বলে জানান বেঞ্চ সহকারী মোছা ফাহিমা আক্তার খানম। 

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মো. সাহিদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্ন আদালত আমার মোয়াক্কালকে জামিনের আদেশ দিয়েছেন। তবে এই আদেশর বিরুদ্ধে বাদী পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে রিভিশন দাখিল করেন। উচ্চ আদালত যেটা ভালো মনে করেছেন তাই করেছেন। কিন্তু আমার মোয়াক্কেল সাবেক ইউপি চেয়ারম্যান একজন বয়স্ক মানুষ এবং এই মামলায় তার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই।’ 

বাদী পক্ষের আইনজীবী গুলজার খান আজকের পত্রিকা বলেন, ‘নিম্ন আদালতের আদেশে আমরা অসন্তুষ্ট ছিলাম। সে জন্য আমরা উচ্চ আদালতে রিভিশন দাখিল করি। আদালত রিভিশন গ্রহণ করে নিম্ন আদালতের জামিন আদেশ স্থগিত করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত