পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।
বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।
বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে