Ajker Patrika

পঞ্চগড় সীমান্তে ২ দিনে ১৭ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০২
পঞ্চগড় সীমান্তে ২ দিনে ১৭ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুই দিনে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে গত রোববার ২০টি ও গতকাল মঙ্গলবার দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় একজন কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম। 

গ্রেপ্তার কারবারি হলেন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে জুয়েল (৩২)।

বিজিবি বলছে, গতকাল জব্দ করা স্বর্ণের বার দুটির আনুমানিক ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এর আগে রোববার জব্দ করা ২০টি সোনার বারের আনুমানিক ওজন ১৯ কেজি ৯০৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা। 

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘ইতিপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিল। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আটক কারবারিকে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। 

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘স্বর্ণ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

এ সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারী পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত