Ajker Patrika

ভুট্টাখেতে পড়ে ছিল স্কুলছাত্রের লাশ, হত্যার অভিযোগে আটক ২ ভাই

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২০: ০৬
ভুট্টাখেতে পড়ে ছিল স্কুলছাত্রের লাশ, হত্যার অভিযোগে আটক ২ ভাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনের সিম নিয়ে দ্বন্দ্বে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইদের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী এলাকায় করতোয়া নদীর চরে ভুট্টাখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের দুই মামাতো ভাইকে আটক করেছে। 

নিহত জিৎ চন্দ্র (১১) উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের রণজিতের চন্দ্রের ছেলে। আটক দুজন হলো একই গ্রামের কিশোর দুই ভাই। নিহত ও অভিযুক্তরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র মাঝেমধ্যে তার ফুপুর মোবাইল ফোন ব্যবহার করত। গতকাল শুক্রবার দুপুরে ফোন নিয়ে বাড়ির পাশে হরিতলা বাজার যায়। সেখানে তার হাত থেকে এক মামাতো ভাই ফোনটি নিয়ে সিম খুলে নেয়। পরে জিৎ ফোনটি তার ফুপুকে ফেরত দিলে সিমের কথা জিজ্ঞেস করে। এ সময় সিমটি তার মামাতো ভাই খুলে নিয়েছে বলে জানায়। এরপর সিমটি ফেরত দিতে তাকে চাপ সৃষ্টি করেন ফুপু। 

ওই দিন বিকেলে ওই মামাতো ভাইয়ের কাছে সিম চাইতে যায় জিৎ। এ সময় করতোয়া নদীর চরে ভুট্টাখেতের মধ্যে সিমটি রেখে আসা হয়েছে বলে জিৎকে সেখানে নিয়ে যায় সে। সেখানে নিয়ে জিৎকে শ্বাসরোধে হত্যা করা হয়। 

আজ স্থানীয়রা ভুট্টাখেতে জিতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই মামাতো ভাইকে আটক করে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনসহ প্রকৃত আসামি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত