বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ধনতলা ইউনিয়নের গণেশপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম বিনতা রানী (২৮)। তিনি গণেশপাড়ার সবুজ চন্দ্রের স্ত্রী ও বড়বাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের বুধুরাম পালের মেয়ে। আটক দুজন হলেন সবুজের ভাই সুমন চন্দ্র ও মা বাসন্তী রানী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূত্রে ঢাকায় থাকা সবুজ দুই বছর আগে গোপনে বিয়ে করে বাড়িতে আসা বন্ধ করে দেন। অন্যদিকে বিনতা রানী দেবর সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে বৈঠক হয়। বৈঠকে স্বামীকে তালাক দিয়ে দেবরের সঙ্গে বিনতার বিয়ে নিয়ে প্রস্তাব ওঠে।
শুক্রবার বিনতার বাবা বুধুরাম বলেন, ‘সকালে মেয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। মোবাইলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ঘণ্টাখানেক পর শুনতে পেলাম মেয়ে আর নেই। ছুটে গিয়ে দেখি লাশ বারান্দায় পড়ে রয়েছে।’
বিনতার ভাই পরেশ চন্দ্র অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে কৌশলে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল দেবর সুমন ও তার পরিবারের লোকজন। আমরা ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ নামিয়ে নেয় বারান্দায়। আমার বোনের পেটের বাচ্চা নষ্টের চেষ্টা করেছিল পরিবারটি। ব্যর্থ হয়ে মেরেই ফেলে। আমি দেবর, স্বামী, শাশুড়িসহ জড়িত সবার বিচারের দাবি করছি।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ধনতলা ইউনিয়নের গণেশপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম বিনতা রানী (২৮)। তিনি গণেশপাড়ার সবুজ চন্দ্রের স্ত্রী ও বড়বাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের বুধুরাম পালের মেয়ে। আটক দুজন হলেন সবুজের ভাই সুমন চন্দ্র ও মা বাসন্তী রানী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূত্রে ঢাকায় থাকা সবুজ দুই বছর আগে গোপনে বিয়ে করে বাড়িতে আসা বন্ধ করে দেন। অন্যদিকে বিনতা রানী দেবর সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে বৈঠক হয়। বৈঠকে স্বামীকে তালাক দিয়ে দেবরের সঙ্গে বিনতার বিয়ে নিয়ে প্রস্তাব ওঠে।
শুক্রবার বিনতার বাবা বুধুরাম বলেন, ‘সকালে মেয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। মোবাইলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ঘণ্টাখানেক পর শুনতে পেলাম মেয়ে আর নেই। ছুটে গিয়ে দেখি লাশ বারান্দায় পড়ে রয়েছে।’
বিনতার ভাই পরেশ চন্দ্র অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে কৌশলে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল দেবর সুমন ও তার পরিবারের লোকজন। আমরা ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ নামিয়ে নেয় বারান্দায়। আমার বোনের পেটের বাচ্চা নষ্টের চেষ্টা করেছিল পরিবারটি। ব্যর্থ হয়ে মেরেই ফেলে। আমি দেবর, স্বামী, শাশুড়িসহ জড়িত সবার বিচারের দাবি করছি।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
৮ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
১১ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
১৪ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের...
১৯ মিনিট আগে