রংপুর প্রতিনিধি
‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’
চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’
চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের একাধিক নেতা অবৈধ করাতকল চালাচ্ছেন। উপজেলায় থাকা মোট ৩০টি করাতকলের ২৪টি অবৈধ বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের তদারকি না থাকায় এসব করাতকল চালানো সম্ভব হচ্ছে।
৩ ঘণ্টা আগেচলছে ইলিশের ভরা মৌসুম। এরপরও বরিশালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীদের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে ৮-১০ মণ। এর প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহবাগে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর কার্যালয় পরিণত হয়েছে দালালের আখড়ায়। তাঁদের তৎপরতা দেখে মনে হবে, তাঁরা যেন এই কার্যালয়ে চাকরি করেন। আর তাঁদের ও কার্যালয়ের অসাধু কর্মীদের কারণে পদে পদে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা। এই অনিয়মের চিত্র
৮ ঘণ্টা আগে