Ajker Patrika

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে রংপুরে জামায়াতের জনসভা

রংপুর প্রতিনিধি
৪ জুলাই রংপুর জিলা স্কুলের মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতের নেতারা। ছবি: আজকের পত্রিকা
৪ জুলাই রংপুর জিলা স্কুলের মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতের নেতারা। ছবি: আজকের পত্রিকা

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’

চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।

আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত