Ajker Patrika

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাভ্যানের যাত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাভ্যানের যাত্রী নিহত

নীলফামারীর সৈয়দপুরে বাইপাস মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যাটারিচালিত রিকশাভ্যানের যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টা ৪৫ মিনিটে বাইপাসের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে। 

এ দুর্ঘটনায় ভ্যানচালক রফিকুল ইসলাম (৩৬) ও নিহত ব্যক্তির ছেলে ওই ভ্যানের যাত্রী আবু কালাম (২৬) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, সৈয়দপুর বাইপাস মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে দিনাজপুরগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ অপর দুই যাত্রী বাবা ও ছেলে গুরুতর আহত হন। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেম মারা যান। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, ‘কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। কাভার্ডভ্যানের নম্বর (ঢাকা মেট্রো-ন-১৩-৭৯৫৪)। এ দুর্ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত