Ajker Patrika

রৌমারীতে দেয়াল চাপায় শ্রমিক নিহত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৯: ০৪
রৌমারীতে দেয়াল চাপায় শ্রমিক নিহত

কুড়িগ্রামের রৌমারীতে দেয়াল ধসে আবু হানিফ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঝগড়ারচর প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ঝগড়ার চর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক ফজলুল হক বলেন, আমরা চারজন শ্রমিক দেয়াল ভাঙার কাজ করছিলাম। আমি ভাঙা ইট সরানোর কাজে ব্যস্ত ছিলাম। সকাল ৯টার দিকে আমি একটি অংশে ভাঙার কাজ করতেই হঠাৎ অপর একটি অংশের দেয়াল ভেঙে আবু হানিফের ওপর পড়ে। এতে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু এর আগেই মারা যান তিনি।

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষ সংকট থাকায় সরকারিভাবে একটি নতুন ভবনের বরাদ্দ পাওয়া যায়। ঠিকাদারকে সেই ভবনের জায়গা দেওয়ার জন্য উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একটি ঘরের দেয়াল অপসারণের কাজ চলছিল। আজ সকাল থেকে শ্রমিকেরা দেয়াল অপসারণের কাজ করছিলেন। কিন্তু হঠাৎ দেয়ালের এক অংশ ভেঙে ওই শ্রমিকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, পুরোনো দেয়াল অপসারণ করতে গিয়ে দেয়াল চাপায় ওই শ্রমিক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত