Ajker Patrika

কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১০: ১৯
কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় এক পথচারীও আহত হয়েছেন। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কচুয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৪) ও ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩২)। আহত পথচারী হলেন হাটকচুয়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, রাত ১১টার সময় দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্থানীয় ভরতখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কচুয়াহাট সিএনজি স্ট্যান্ডের দিকে এলে কুয়াশার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ তাঁরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। আহত পথচারীকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা-(2)সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী দুই যুবকের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত