Ajker Patrika

মুখ দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
মুখ দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

প্রতিবন্ধকতাকে জয় করে মুখ দিয়ে পরীক্ষায় লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট আদর্শ কলেজের শিক্ষার্থী জোবায়ের হোসেন উজ্জ্বল। তিনি বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫৮ জিপিএ অর্জন করেছেন। 

বালারহাট আদর্শ কলেজে সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন উজ্জ্বল বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের জাহিদ সরোয়ারের ছেলে। তিন ভাইবোনের মধ্যে উজ্জ্বল দ্বিতীয় সন্তান। উজ্জ্বল জন্মগতভাবে প্রতিবন্ধী। তার দুই হাত, দুই পা অচল। তিনি ভালোভাবে কথাও বলতে পারেন না। কিন্তু শিশুকাল থেকেই তার শিক্ষার প্রতি খুব আগ্রহ। লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারও শিখেছে উজ্জ্বল। মুখে কলম ধরে কিবোর্ড ব্যবহার করেন। তিনি কম্পিউটার প্রকৌশলী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। 

বালারহাট আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দীন জানান, জোবায়ের হোসেন উজ্জ্বল প্রতিবন্ধী হলেও তার মনোবল দৃঢ়। কলেজ থেকে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সুপার ভাইজার আব্দুল হালিম জানান, উজ্জ্বল প্রতিবন্ধী ভাতা পায়। এছাড়াও তার লেখাপড়ার জন্য সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। জোবায়ের হোসেন উজ্জ্বলের বাবা জাহিদ সরোয়ার একজন অসচ্ছল কৃষক। কষ্ট হলেও প্রতিবন্ধী ছেলের শিক্ষা গ্রহণের খরচ চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি ছেলের পরীক্ষার ফলাফলে খুব খুশি। তিনি তার ছেলের জন্য সবার দোয়া চেয়েছেন। 

লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারও শিখেছে উজ্জ্বলউপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, এসএসসি পরীক্ষার সময় তৎকালীন জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে জোবায়ের হোসেন উজ্জ্বলের বাড়িতে গিয়েছিলেন। তিনি উজ্জ্বলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত