ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার যুবকের নাম মোখলেছুর রহমান শান্ত (২০)। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের নুরু মিয়ার ছেলে। গতকাল রাতে শান্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন উত্ত্যক্তের শিকার হওয়া ছাত্রীর বাবা।
অভিযোগে জানা গেছে, শান্ত একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীটিকে দেখে সে বিভিন্ন অঙ্গভঙ্গি করত। ছাত্রীটি বিষয়গুলো তার অভিভাবকদের জানালে এ বিষয়ে একটি গ্রাম্য সালিস হয়।
গত রোববার ছাত্রীটি তার বান্ধবীসহ প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে শান্ত তার পথরোধ করে প্রেমের প্রস্তাবে রাজি হতে বলে। এতে সে রাজি না হলে শান্ত তাকে জড়িয়ে ধরে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দা মজনু মিয়া তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।
পরদিন সোমবার বিকেলে ছাত্রীর বাবা শান্তকে দেখে বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শান্ত অহেতুক কথা বললে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করা হয়।
উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবা বলেন, ‘শান্তকে তার কর্মকাণ্ডের বিষয় জানতে চাওয়া হলে সে উল্টাপাল্টা কথা বলে। এতে সেখানে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়েছে। আমরা তাকে মারপিট করিনি।’
শান্তর বাবা নুরু মিয়া বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনাটি সত্য। একবার সালিসও হয়েছে। প্রেমঘটিত কারণে মেয়ের পরিবারের লোকজন গতকাল আমার ছেলেকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। শান্ত কোনো অন্যায় করলে আইন তার বিচার করবে। তারা কেন আমার ছেলেকে মারবে?’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দিকে আটক যুবকের বাবা ছেলেকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার যুবকের নাম মোখলেছুর রহমান শান্ত (২০)। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের নুরু মিয়ার ছেলে। গতকাল রাতে শান্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন উত্ত্যক্তের শিকার হওয়া ছাত্রীর বাবা।
অভিযোগে জানা গেছে, শান্ত একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীটিকে দেখে সে বিভিন্ন অঙ্গভঙ্গি করত। ছাত্রীটি বিষয়গুলো তার অভিভাবকদের জানালে এ বিষয়ে একটি গ্রাম্য সালিস হয়।
গত রোববার ছাত্রীটি তার বান্ধবীসহ প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে শান্ত তার পথরোধ করে প্রেমের প্রস্তাবে রাজি হতে বলে। এতে সে রাজি না হলে শান্ত তাকে জড়িয়ে ধরে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দা মজনু মিয়া তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।
পরদিন সোমবার বিকেলে ছাত্রীর বাবা শান্তকে দেখে বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শান্ত অহেতুক কথা বললে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করা হয়।
উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবা বলেন, ‘শান্তকে তার কর্মকাণ্ডের বিষয় জানতে চাওয়া হলে সে উল্টাপাল্টা কথা বলে। এতে সেখানে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়েছে। আমরা তাকে মারপিট করিনি।’
শান্তর বাবা নুরু মিয়া বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনাটি সত্য। একবার সালিসও হয়েছে। প্রেমঘটিত কারণে মেয়ের পরিবারের লোকজন গতকাল আমার ছেলেকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। শান্ত কোনো অন্যায় করলে আইন তার বিচার করবে। তারা কেন আমার ছেলেকে মারবে?’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দিকে আটক যুবকের বাবা ছেলেকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে