নীলফামারী প্রতিনিধি
ই-কমার্স প্রতিষ্ঠান ‘আলেশা মার্ট’ এর চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে নীলফামারীতে চেক ডিজঅনার মামলা হয়েছে। আজ রোববার নীলফামারী বিজ্ঞ আমলি আদালত-১ এ মামলাটি করেন সাকিব উল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জেলা শহরের শহীদ তিতুমীর সড়ক এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, অফারে প্রলুব্ধ হয়ে আলেশা মার্ট থেকে একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ২০ জুন ১ লাখ ১৭ হাজার ৬৪৫ টাকা পরিশোধ করেন ভুক্তভোগী সাকিব। ৪৫ দিনের মধ্যে বাইকটি ডেলিভারি করার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও ডেলিভারি দেয়নি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সাকিব টাকা ফেরতে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্বাক্ষরে ১ লাখ ৬৩ হাজার টাকার চেক দেন করেন সাকিবকে। টাকা তুলতে চেকটি অগ্রণী ব্যাংক নীলফামারী শাখায় কয়েক দফায় জমা করেও ওই হিসাব নম্বরে টাকা না থাকায় সাকিব টাকা তুলতে পারেননি। একপর্যায়ে গত ২৪ জুলাই অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার হিসেবে স্লিপ দেয় সাকিবকে।
পরবর্তীতে আলেশা মার্ট চেয়ারম্যানের কয়েকটি বাণিজ্যিক দপ্তরে উকিল নোটিশ পাঠানো হলেও একটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের নাসির নামে এক ব্যক্তি। বাকিগুলো ফেরত আসে। বাধ্য হয়ে প্রতারণার শিকার সাকিব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় নীলফামারী আদালতে মামলাটি দায়ের করেন।
ভুক্তভোগী সাকিব উল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানটিতে অনেক স্বনামধন্য ব্যক্তির ছবি দেখা গিয়েছিল। গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে দেখা গেছে। অথচ গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমিও প্রতারণার শিকার হয়েছি। আমি মোটরসাইকেল চাই না, টাকা ফেরত চাই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে মামলা করেছি।’
মামলার আইনজীবী আসাদুজ্জামান খান রিনো জানান, মামলা হওয়ায় বিবাদীর প্রতি সমন নোটিশ ইস্যু করা হয়েছে আদালত থেকে। নোটিশ গ্রহণ করলে তাঁকে আদালতে হাজির হতে হবে।
আইনজীবী রিনো বলেন, ‘এনআই অ্যাক্টে সর্বোচ্চ এক বছর সাজা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তিনগুণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।’
এ বিষয়ে আলেশা মার্টের হটলাইন নম্বর ১৬৭৩১ এ কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ই-কমার্স প্রতিষ্ঠান ‘আলেশা মার্ট’ এর চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে নীলফামারীতে চেক ডিজঅনার মামলা হয়েছে। আজ রোববার নীলফামারী বিজ্ঞ আমলি আদালত-১ এ মামলাটি করেন সাকিব উল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জেলা শহরের শহীদ তিতুমীর সড়ক এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, অফারে প্রলুব্ধ হয়ে আলেশা মার্ট থেকে একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ২০ জুন ১ লাখ ১৭ হাজার ৬৪৫ টাকা পরিশোধ করেন ভুক্তভোগী সাকিব। ৪৫ দিনের মধ্যে বাইকটি ডেলিভারি করার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও ডেলিভারি দেয়নি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সাকিব টাকা ফেরতে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্বাক্ষরে ১ লাখ ৬৩ হাজার টাকার চেক দেন করেন সাকিবকে। টাকা তুলতে চেকটি অগ্রণী ব্যাংক নীলফামারী শাখায় কয়েক দফায় জমা করেও ওই হিসাব নম্বরে টাকা না থাকায় সাকিব টাকা তুলতে পারেননি। একপর্যায়ে গত ২৪ জুলাই অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার হিসেবে স্লিপ দেয় সাকিবকে।
পরবর্তীতে আলেশা মার্ট চেয়ারম্যানের কয়েকটি বাণিজ্যিক দপ্তরে উকিল নোটিশ পাঠানো হলেও একটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের নাসির নামে এক ব্যক্তি। বাকিগুলো ফেরত আসে। বাধ্য হয়ে প্রতারণার শিকার সাকিব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় নীলফামারী আদালতে মামলাটি দায়ের করেন।
ভুক্তভোগী সাকিব উল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানটিতে অনেক স্বনামধন্য ব্যক্তির ছবি দেখা গিয়েছিল। গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে দেখা গেছে। অথচ গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমিও প্রতারণার শিকার হয়েছি। আমি মোটরসাইকেল চাই না, টাকা ফেরত চাই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে মামলা করেছি।’
মামলার আইনজীবী আসাদুজ্জামান খান রিনো জানান, মামলা হওয়ায় বিবাদীর প্রতি সমন নোটিশ ইস্যু করা হয়েছে আদালত থেকে। নোটিশ গ্রহণ করলে তাঁকে আদালতে হাজির হতে হবে।
আইনজীবী রিনো বলেন, ‘এনআই অ্যাক্টে সর্বোচ্চ এক বছর সাজা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তিনগুণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।’
এ বিষয়ে আলেশা মার্টের হটলাইন নম্বর ১৬৭৩১ এ কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৪৪ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে