বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
চলছে শ্রাবণ মাস, ভরা বর্ষা মৌসুম। তবুও বৃষ্টির দেখা নেই। ফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছেন না। জমিতে সেচ দেওয়ার জন্য উপজেলা কৃষি বিভাগ আজ রোববার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যক্তি মালিকানার সেচ পাম্প মালিকদের তাগাদা দিয়ে চিঠি দিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ এবার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে মোতাবেক কৃষকেরা চাহিদা মাফিক বীজতলা তৈরি করে চারা বড় করেছেন।
অন্যান্য বছর এই এলাকার কৃষকেরা শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে পুরোদমে আমন রোপণ করে থাকেন। কিন্তু এবার শ্রাবণ মাসে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমন রোপণ করতে পারছেন না। ইতিপূর্বের বৃষ্টিতে নিচু শ্রেণির জমিতে জমে থাকা পানিতে অল্প পরিসরে কিছু চারা রোপণ করেছেন। তবে উঁচু ও মধ্যম শ্রেণির জমি শুকিয়ে যাওয়ায় থমকে গেছে আমন রোপণের কাজ।
নয়াপাড়ার এলাকার কৃষক আল-আমিন বলেন, ‘ওই এলাকার নিচু জমিতে কৃষকেরা আমন রোপণ করতে পারলেও এখন পানির অভাবে উঁচু ও মধ্যম শ্রেণির জমিতে চারা রোপণ করতে পারছেন না। আবার অনেক কৃষক সেচ পাম্প দিয়ে পানি তুলে জমিতে দিচ্ছেন।’
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কৃষ্ণ কমল রায় আজকের পত্রিকাকে বলেন, এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপণের পর পানির অভাবে রোপণ কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।
চলছে শ্রাবণ মাস, ভরা বর্ষা মৌসুম। তবুও বৃষ্টির দেখা নেই। ফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছেন না। জমিতে সেচ দেওয়ার জন্য উপজেলা কৃষি বিভাগ আজ রোববার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যক্তি মালিকানার সেচ পাম্প মালিকদের তাগাদা দিয়ে চিঠি দিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ এবার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে মোতাবেক কৃষকেরা চাহিদা মাফিক বীজতলা তৈরি করে চারা বড় করেছেন।
অন্যান্য বছর এই এলাকার কৃষকেরা শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে পুরোদমে আমন রোপণ করে থাকেন। কিন্তু এবার শ্রাবণ মাসে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমন রোপণ করতে পারছেন না। ইতিপূর্বের বৃষ্টিতে নিচু শ্রেণির জমিতে জমে থাকা পানিতে অল্প পরিসরে কিছু চারা রোপণ করেছেন। তবে উঁচু ও মধ্যম শ্রেণির জমি শুকিয়ে যাওয়ায় থমকে গেছে আমন রোপণের কাজ।
নয়াপাড়ার এলাকার কৃষক আল-আমিন বলেন, ‘ওই এলাকার নিচু জমিতে কৃষকেরা আমন রোপণ করতে পারলেও এখন পানির অভাবে উঁচু ও মধ্যম শ্রেণির জমিতে চারা রোপণ করতে পারছেন না। আবার অনেক কৃষক সেচ পাম্প দিয়ে পানি তুলে জমিতে দিচ্ছেন।’
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কৃষ্ণ কমল রায় আজকের পত্রিকাকে বলেন, এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপণের পর পানির অভাবে রোপণ কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী বুধবার। ওই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে।
৪ মিনিট আগেসিলেটে এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টায় ছাত্র-জনতা তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন। আটক হওয়া কাওসার আল মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
৭ মিনিট আগেকক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার সোহে
১২ মিনিট আগেখুলনার চড়া নদী এবং ভৈরব নদ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে দাকোপে চড়া নদীতে ভাসমান অবস্থায় প্রথম লাশটি পাওয়া যায়। বিকেলে নগরীর মিরের ডাঙ্গা এজাক্স জুট মিল-সংলগ্ন ভৈরব নদে দ্বিতীয় লাশটি পাওয়া যায়।
২১ মিনিট আগে