পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাঁশঝাড় থেকে সাইফুল ইসলাম বাবু (৩৩) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় মাফলার প্যাঁচানো থাকলেও পা সম্পূর্ণ মাটিতে লেগে ছিল। তবে পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় এএফজে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
সাইফুলের মা ও স্ত্রী জানান, সাইফুল স্থানীয় ঠুঠিয়াপাকুর বাজার এলাকায় জনৈক মুকুল সরকারের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি বাড়ি থেকে ইটভাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলার মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সাইফুলের বাবা রফিকুল ইসলাম।
তারা আরও জানান, সাইফুল ইসলাম মানসিক রোগে ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে কয়েক দিনের জন্য যেখানে সেখানে চলে যেতেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) দীবাকর অধিকারি জানান, সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাবু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তার স্বজন ও স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ওসি আরও জানান, সাইফুল একজন মানসিক রোগী ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সাইফুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যা করতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় লাশের ভারে বাঁশ হেলে মাটিতে লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাঁশঝাড় থেকে সাইফুল ইসলাম বাবু (৩৩) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় মাফলার প্যাঁচানো থাকলেও পা সম্পূর্ণ মাটিতে লেগে ছিল। তবে পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় এএফজে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
সাইফুলের মা ও স্ত্রী জানান, সাইফুল স্থানীয় ঠুঠিয়াপাকুর বাজার এলাকায় জনৈক মুকুল সরকারের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি বাড়ি থেকে ইটভাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলার মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সাইফুলের বাবা রফিকুল ইসলাম।
তারা আরও জানান, সাইফুল ইসলাম মানসিক রোগে ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে কয়েক দিনের জন্য যেখানে সেখানে চলে যেতেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) দীবাকর অধিকারি জানান, সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাবু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তার স্বজন ও স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ওসি আরও জানান, সাইফুল একজন মানসিক রোগী ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সাইফুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যা করতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় লাশের ভারে বাঁশ হেলে মাটিতে লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
১ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
২৩ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগেঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
২ ঘণ্টা আগে