Ajker Patrika

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪: ৫৭
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সাইরুন বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রেল স্টেশনের উত্তর দিকে গোলহাট এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাইরুন বেগম গোলাহাট কবরস্থান এলাকার মৃত সফি হোসেনের মেয়ে। 

সাইরুনের পরিবার সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। স্থানীয়দের কাছে শুনে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানার গোলাহাট এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সাইরুনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত