Ajker Patrika

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান 

দিনাজপুরের খানসামায় ওসি পরিচয়ে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে টাকা দাবি করছে একটি চক্র। এ ঘটনায় আজ বুধবার চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেয় পুলিশ।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, ধীমান চন্দ্র দাস ও হাজ্জাজ আল হাদীকে ফোন করে ওসি–খানসামা পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করে অসাধু চক্রটি। ইতিমধ্যে ভুক্তভোগী কয়েকজন সরকারি মোবাইল নম্বরে কল দিয়ে ওসির কাছে জানতে চাইলে প্রতারণার এই বিষয়টি ফাঁস হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান ওসি।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারক চক্র টাকা হাতিয়ে নিতে অভিনব এই কৌশল অবলম্বন করেছে। কাউকে কোনো টাকা না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান রইল।’ সেই সঙ্গে প্রতারক চক্রকে খুঁজে বের করতে থানা–পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত