Ajker Patrika

গাইবান্ধায় বিএনপির ১৯ নেতা-কর্মী আটক

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৪: ৩৪
Thumbnail image

গাইবান্ধায় বিএনপির ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে শহরের পুরোনো বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। 

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গতকাল ফুলছড়ি উপজেলার সম্মেলন ও কাউন্সিল শেষে বিএনপির চরাঞ্চলের নেতা-কর্মীরা গাইবান্ধা শহরে আসেন। এরপর তারা শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন রাতযাপনের জন্য। আজকের সমাবেশ তাঁদের যোগ দেওয়ার কথা ছিল। খবর পেয়ে সদর থানার পুলিশের এসআই মাইদুল ইসলাম তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। 

আটক নেতা-কর্মীরা হলেন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ছাত্রনেতা আব্দুর রহিম বাদশা, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আরজু, ছাত্রনেতা আমিনুল হোসেন নাজিম, আমির হোসেন, হুরমুজ আলী, এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এস কে শামিম, সদস্য সজীব মিয়া, আতিক হোসেন, বিএনপি নেতা এখলাছুর রহমান ও সাইদুর রহমান। 

আটক অন্যদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে সাদুল্যাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাছুমকে নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত