Ajker Patrika

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, স্থানীয়দের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, স্থানীয়দের বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফল ব্যবসায়ী মিলন মিয়া (২৭) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উদ্রনগর গ্রামের কালু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরে ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে চৌরাস্তা থানা মোড় পার হওয়া সময় বালুবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটির সামনে ধাক্কা দেয়। এতে ঘটনায় স্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। 

পুলিশের এএসআই ট্রাকের চালক ও সহকারীকে পালিয়ে সহায়তা করায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেএদিকে স্থানীয়দের অভিযোগ, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এএসআই আলমগীর ট্রাকের চালক ও সহকারীকে পালিয়ে যেতে সহায়তা করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক আশপাশের লোকজন ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ক্ষুব্ধ জনতা থানার সামনে গিয়ে থানার মেইন গেটে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা অবরোধে ঢাকা-দিনাজপুর দুই পাশে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা ঘণ্টাব্যাপী অবস্থান নেওয়ার পর পুলিশ ট্রাকের চালককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানার সামনে থেকে অবরোধ তুলে নেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত জনতা থানার সামনে অবস্থান নিয়েছিলেন। রাতে কিছু সময় চার মাথার কিছু লোকজন থানায় সামনে অবস্থা নিয়েছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান সরিয়ে দেওয়া হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত