রংপুর প্রতিনিধি
বাধার মুখে বন্ধ করে দেওয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সেই মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলল নারীরা। ১৪৪ ধারা জারির ২০ দিন পর আজ বুধবার বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা হয়। গাজীপুর নারী ফুটবল দল ও জয়পুরহাট নারী ফুটবল দলের এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শনার্থী ভিড় করে।
উপজেলা প্রশাসন ও খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দল খেলার জন্য মাঠে আসে। কিন্তু ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠন নারী ফুটবল দলের খেলায় বাধা দেয়। তারা খেলা বন্ধের জন্য আন্দোলনের ডাক দেন। স্থানীয় প্রশাসন সংগঠনটির নেতা-কর্মী ও খেলার আয়োজকদের নিয়ে কয়েক দফা আলোচনা করে। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর নারী ফুটবলাররা না খেলে ফিরে যান।
২০ ফেব্রুয়ারি স্থানীয় যুবকেরা নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সম্মতি দেওয়া হয়। আজ বুধবার ওই মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। টাইব্রেকারে গাজীপুর নারী ফুটবল দল ৩ গোল ও জয়পুরহাট নারী ফুটবল দল ২ গোল করে। এক গোলের ব্যবধানে বিজয়ী হন গাজীপুর নারী ফুটবল দল।
সরেজমিনে দেখা যায়, নারী ফুটবল দলের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা এসে ভিড় করেন। মাঠে দর্শকের সারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। খেলার আগে গ্রামগঞ্জ-শহরে মাইকিং করতেও দেখা যায়।
খেলার আয়োজক কমিটির একজন বিজয় ইসলাম বলেন, আমরা খেলা আয়োজনের জন্য ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। প্রশাসনের সহযোগিতায় আজ বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী দলের খেলা হয়। খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসেছিলাম। তাঁরা নারী ফুটবল দলের খেলার বিষয়ে যে আপত্তি করেছিলেন, এখন তা নেই। আজ (বুধবার) শান্তিপূর্ণভাবে নারী ফুটবল দলের খেলা হয়েছে।’
বাধার মুখে বন্ধ করে দেওয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সেই মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলল নারীরা। ১৪৪ ধারা জারির ২০ দিন পর আজ বুধবার বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা হয়। গাজীপুর নারী ফুটবল দল ও জয়পুরহাট নারী ফুটবল দলের এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শনার্থী ভিড় করে।
উপজেলা প্রশাসন ও খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দল খেলার জন্য মাঠে আসে। কিন্তু ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠন নারী ফুটবল দলের খেলায় বাধা দেয়। তারা খেলা বন্ধের জন্য আন্দোলনের ডাক দেন। স্থানীয় প্রশাসন সংগঠনটির নেতা-কর্মী ও খেলার আয়োজকদের নিয়ে কয়েক দফা আলোচনা করে। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর নারী ফুটবলাররা না খেলে ফিরে যান।
২০ ফেব্রুয়ারি স্থানীয় যুবকেরা নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সম্মতি দেওয়া হয়। আজ বুধবার ওই মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। টাইব্রেকারে গাজীপুর নারী ফুটবল দল ৩ গোল ও জয়পুরহাট নারী ফুটবল দল ২ গোল করে। এক গোলের ব্যবধানে বিজয়ী হন গাজীপুর নারী ফুটবল দল।
সরেজমিনে দেখা যায়, নারী ফুটবল দলের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা এসে ভিড় করেন। মাঠে দর্শকের সারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। খেলার আগে গ্রামগঞ্জ-শহরে মাইকিং করতেও দেখা যায়।
খেলার আয়োজক কমিটির একজন বিজয় ইসলাম বলেন, আমরা খেলা আয়োজনের জন্য ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। প্রশাসনের সহযোগিতায় আজ বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী দলের খেলা হয়। খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসেছিলাম। তাঁরা নারী ফুটবল দলের খেলার বিষয়ে যে আপত্তি করেছিলেন, এখন তা নেই। আজ (বুধবার) শান্তিপূর্ণভাবে নারী ফুটবল দলের খেলা হয়েছে।’
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ মিনিট আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
১২ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
১৯ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
২২ মিনিট আগে