ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গমিলার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার কারখানার কয়েকটি (চিপস, টেস্টি ও ইসবগুল) সেকশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতরে কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তবে ভেতরে কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকে আহত শ্রমিকদের নিয়ে যেতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে খোঁজ নিয়ে পাঁচজন আহতকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন উপজেলার খাজাপুর গ্রামের ফারহান, বলিহারপুর গ্রামের ষষ্টি, কুরমুট মেলাবাড়ী গ্রামের গোপাল, চন্দ্রপুর মেলাবাড়ী গ্রামের অবিনাশ ও পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউপির দণ্ডপানি গ্রামের সিদ্দিক।
আহত শ্রমিক সর্দার ষষ্টি বলেন, ‘আমরা শ্রমিকেরা গাড়ি লোডের কাজ করছিলাম। এ সময় হঠাৎ ওপর থেকে আগুনের শিখা গায়ে এসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।’
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার উপেন্দ্রনাথ বলেন, ‘আমরা বিকেল ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। এতে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ছাড়াও দিনাজপুর, বিরামপুর ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
জানতে চাইলে প্রাণ বঙ্গমিলার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসা খরচ কোম্পানি বহন করছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গমিলার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার কারখানার কয়েকটি (চিপস, টেস্টি ও ইসবগুল) সেকশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতরে কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তবে ভেতরে কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকে আহত শ্রমিকদের নিয়ে যেতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে খোঁজ নিয়ে পাঁচজন আহতকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন উপজেলার খাজাপুর গ্রামের ফারহান, বলিহারপুর গ্রামের ষষ্টি, কুরমুট মেলাবাড়ী গ্রামের গোপাল, চন্দ্রপুর মেলাবাড়ী গ্রামের অবিনাশ ও পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউপির দণ্ডপানি গ্রামের সিদ্দিক।
আহত শ্রমিক সর্দার ষষ্টি বলেন, ‘আমরা শ্রমিকেরা গাড়ি লোডের কাজ করছিলাম। এ সময় হঠাৎ ওপর থেকে আগুনের শিখা গায়ে এসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।’
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার উপেন্দ্রনাথ বলেন, ‘আমরা বিকেল ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। এতে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ছাড়াও দিনাজপুর, বিরামপুর ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
জানতে চাইলে প্রাণ বঙ্গমিলার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসা খরচ কোম্পানি বহন করছে।

বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে