হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামেন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের কাশিয়ার মেলা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। পরে দুপুরে হাতীবান্ধা থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে চোরাকারবারিদের একটি দলের সঙ্গে ভারতীয় গরু পারাপারের জন্য গোতামারী ইউনিয়নের ওই সীমান্তে যান সাদ্দাম হোসেন। এ সময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর তাঁকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট ফেলে রেখে যান বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাদ্দাম হোসেনের বাবা আছির উদ্দিন বলেন, ‘সকালে খবর পেয়ে সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধার করে আনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে জানতে পারি তাকে বিএসএফ আটক করে মারধর করেছে।’
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা বলেন, ‘খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়েছিলাম। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া পুলিশ মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘মরদেহর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাদ্দাম হোসেন সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হন এবং এ সময় তারা সাদ্দামকে নির্যাতন করে সীমান্তে ফেলে চলে যায় শুনেছি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামেন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের কাশিয়ার মেলা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। পরে দুপুরে হাতীবান্ধা থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে চোরাকারবারিদের একটি দলের সঙ্গে ভারতীয় গরু পারাপারের জন্য গোতামারী ইউনিয়নের ওই সীমান্তে যান সাদ্দাম হোসেন। এ সময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর তাঁকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট ফেলে রেখে যান বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাদ্দাম হোসেনের বাবা আছির উদ্দিন বলেন, ‘সকালে খবর পেয়ে সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধার করে আনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে জানতে পারি তাকে বিএসএফ আটক করে মারধর করেছে।’
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা বলেন, ‘খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়েছিলাম। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া পুলিশ মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘মরদেহর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাদ্দাম হোসেন সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হন এবং এ সময় তারা সাদ্দামকে নির্যাতন করে সীমান্তে ফেলে চলে যায় শুনেছি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
১৪ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১৬ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
২৬ মিনিট আগে