Ajker Patrika

জুয়ার আসরে টর্চের আলো, দৌড়ে পালাতে গিয়ে জুয়াড়ির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ১৪: ১১
জুয়ার আসরে টর্চের আলো, দৌড়ে পালাতে গিয়ে জুয়াড়ির মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় জুয়ার আসরে টর্চের আলো দেখে পালানোর সময় পারভেজ চৌধুরী (৪৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত পারভেজ চৌধুরী ওই ইউনিয়নের কালীবাড়ী মহিষপুর গ্রামের মৃত তজু চৌধুরীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফেলানপুর গ্রামের একটি ফসলের মাঠে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। রাত ২টা ৩০ মিনিটে ওই জুয়ার আসরে টর্চ লাইটের আলো পড়লে পুলিশ ভেবে দিগ্বিদিক দৌড়ে পালায় ওই আসরে থাকা ব্যক্তিরা। 

দৌড়ে পালানোর সময় পারভেজ চৌধুরী নামের ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আজ দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে হালচাষ করতে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, নিহত পারভেজের হার্টে আগে থেকে রিং পরানো ছিল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রাতে ওই এলাকায় পুলিশ যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ আসছে ভেবে দৌড়ে পালাতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত