Ajker Patrika

জিনের বাদশা পরিচয়ে ৭৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২১: ৪৭
জিনের বাদশা পরিচয়ে ৭৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রংপুরে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রলোভনে ফেলে ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। এ অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মহানগর ও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

রোববার দুপুরে রংপুর মহানগর ও জেলা সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আতাউর রহমান। 

গ্রেপ্তার দম্পতি হলেন সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার (৪৩) ও তাঁর স্ত্রী পারভীন বেগম (৩৩)। রংপুর সদর উপজেলার মমিনপুর চৌধুরীপাড়া গ্রামে তাঁদের বাড়ি। 

সিআইডি জানায়, রংপুর নগরীর পশ্চিম বাবুখাঁ এলাকার ব্যবসায়ী মামুনুর রহমান বাদী হয়ে গত বছরের জুলাই মাসে মহানগর কোতোয়ালি থানায় অর্থ আত্মসাতের অভিযোগ একটি মামলা করেন। পরে মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। এর সূত্র ধরে শনিবার দিবাগত রাতে মমিনপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দম্পতিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মামুনুর রহমানের মনা ইলেকট্রনিকস নামে শাপলা চত্বরে একটি দোকান রয়েছে। ২০০৫ সালে সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার ও পারভীন বেগমের সঙ্গে মামুনুর রহমানের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে সবুজ মিয়া নিজেকে জিনের বাদশা হিসেবে পরিচয় দেয়। এ সময় প্রতারণার উদ্দেশ্যে প্রকৃত নাম-ঠিকানা ও পরিচিতি গোপন রাখেন তাঁরা। 

পরে প্রতারণার উদ্দেশ্যে ভুক্তভোগী মামুনুর রহমানকে ব্যবসায়িকভাবে লাভবান হওয়াসহ অল্প দিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রলোভন দেখায় ওই দম্পতি। কথার ফাঁদে ফেলে ব্যবসায়ী মামুনুর রহমানকে দিয়ে ব্যাংক হিসাব চালু করে তাঁর কাছ থেকে স্বাক্ষর করা চেকবই হাতিয়ে নেন তাঁরা। 

এরপর নিজের জমিজমা বিক্রয় করে সবুজ ও পারভীন দম্পতিকে কয়েক দফায় ৭৪ লাখ টাকা প্রদান করেন ব্যবসায়ী মামুনুর রহমান। পরে প্রতারণা বুঝতে পেরে নিজে বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলা করেন। মামলার পর ওই দম্পতি পলাতক ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত