গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় রেলের চোরাই লোহা বিক্রির সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ বৃহস্পতিবার শহরের ব্রিজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ভাঙ্গারি দোকানের লেবার সদর উপজেলার বালুয়া বাজারের পাকার খুটি এলাকার মোকলেছুর রহমান (৩৩), পশ্চিম দুর্গাপুর এলাকার সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার অটোরিকশাচালক ওয়াহেদ মিয়া (৪০)।
বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধারকৃত মালের তালিকা করে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটক ব্যক্তিরা ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজ রোডের একটি ভাঙ্গারির দোকানে অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বিভাগ। এ সময় দোকান মালিক পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। তাদের কাছে থেকে তিন ফিট দৈর্ঘ্যের ৯টি কাটা রেললাইন উদ্ধার করা হয়। সেগুলো ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটের। অভিযানে নেতৃত্বে দেন গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার।
গাইবান্ধায় রেলের চোরাই লোহা বিক্রির সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ বৃহস্পতিবার শহরের ব্রিজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ভাঙ্গারি দোকানের লেবার সদর উপজেলার বালুয়া বাজারের পাকার খুটি এলাকার মোকলেছুর রহমান (৩৩), পশ্চিম দুর্গাপুর এলাকার সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার অটোরিকশাচালক ওয়াহেদ মিয়া (৪০)।
বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধারকৃত মালের তালিকা করে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটক ব্যক্তিরা ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজ রোডের একটি ভাঙ্গারির দোকানে অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বিভাগ। এ সময় দোকান মালিক পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। তাদের কাছে থেকে তিন ফিট দৈর্ঘ্যের ৯টি কাটা রেললাইন উদ্ধার করা হয়। সেগুলো ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটের। অভিযানে নেতৃত্বে দেন গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার।
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
১৫ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেবেলা তখন ১টা ১৫-এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
২৮ মিনিট আগে