Ajker Patrika

হাট কাঁপাবে ‘হিটলার’

প্রতিনিধি, ডোমার (নীলফামারী) 
আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২: ০৬
হাট কাঁপাবে ‘হিটলার’

নীলফামারী জেলার ডোমার উপজেলার সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে 'হিটলার'। সাড়ে পাঁচ ফিট উচ্চতা আর নয় ফিট লম্বা এ গরুটির ওজন ২৮ মণ। হিটলারের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

হিটলারকে লালনপালন করেছেন উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের বেকনুর রহমান (৪৮)। বেকনুর বলেন, ছয় মাস ধরে হিটলারের বাড়তি যত্ন নিচ্ছি। এবার কোরবানির হাটে তুলব। আমার হিটলারের ওজন ২৮ মণের কিছুটা বেশি হবে। ১২ লাখ টাকা হলে বিক্রি করব। 

হিটলারের লালনপালন প্রসঙ্গে বেকনুর বলেন, আমি পেশায় গরু ব্যবসায়ী। তিন বছর আগে দিনাজপুর জেলার কাহারোল থেকে ৫৩ হাজার টাকায় এই গরুটি কিনি। বাড়িতে আানার পর সবাই গরুটি খুব পছন্দ করে আর বিক্রি করতে নিষেধ করে। আমারও পছন্দ হওয়ায় আর বিক্রি করিনি। অল্প দিনের মধ্যেই গরুটি আমাদের বাড়ির সবাইকে চিনে ফেলে। আমি বাড়িতে না থাকলে বাকিরা গরুটিকে খেতে দেয়। আর আমার ছেলে শামিম তো সারা দিন গরুটি নিয়ে ব্যস্ত থাকে। হিটলার নামটা শামিমই দিয়েছে। 

গরুটির খাবার সম্পর্কে শামিম ইসলাম (২৭) বলেন, হিটলার ভুসি, ঘাস, ভুট্টার গুঁড়া ও খৈল খায়। বুড়িতিস্তা নদীর পাড় থেকে আমি প্রতিদিন ঘাস কেটে আনি। হিটলার ঘাস খেতে খুব পছন্দ করে। প্রতিদিন হিটলারের খাবার বাবদ প্রায় পাঁচ শ টাকা খরচ হয়। নিজেরা ভালো খেতে না পারলেও হিটলারকে ভালো খাবার দেওয়ার চেষ্টার কথাও জানায় শামিম। 

বেকনুরের প্রতিবেশী ফজলে হক (৫৫) বলেন, এর আগে এত বড় গরু আমাদের এলাকায় দেখিনি। প্রতিদিন এই গরুটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। এতে খুশি হলেও লকডাউনের কারণে ঢাকা থেকে লোক আসতে না পারলে এত বড় গরুর ক্রেতা না পাওয়ার শঙ্কাও আছে বেকনুরের। 

এ প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, লকডাউনের কারণে অনলাইনে গরু বিক্রি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ডোমার উপজেলায় কয়েকটি হাট চলবে। খামারিদের গরু বিক্রি করতে আমরা সহযোগিতা করব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত