Ajker Patrika

নবাবগঞ্জ বাজারের জলাবদ্ধতার অবসান চায় ব্যবসায়ীরা

প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর) 
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩৭
নবাবগঞ্জ বাজারের জলাবদ্ধতার অবসান চায় ব্যবসায়ীরা

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তায় দীর্ঘদিন পানি জমে থাকায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বাজারের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা। এই জলাবদ্ধতার অবসান চান ব্যবসায়ী ও পথচারীরা। 

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদরের রামপুর বাজারের স্বপ্নপুরী সড়ক ও কাচদহ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের পাশে ড্রেন থাকলেও তা অকেজো হয়ে আবর্জনায় স্তূপে পরিণত হয়ে পড়ে আছে। এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে। 

রামপুর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতাবাজার চাল ব্যবসায়ী মো. আনছার আলী জানান, একটু বৃষ্টিতে দোকানের সামনে পানি জমা হয়ে থাকে এতে কেউ দোকানের সামনে আসতে পারেন না। 

স্থানীয় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান, ড্রেনে অনেকেই ময়লা আবর্জনা ফেলে, নিষেধ করেও কোন কাজ হয় না। ছাত্রলীগ নেতা সবুজ এর উদ্যোগে কিছু পাইপ দিয়ে বিকল্প পথে জমা পানি অপসারণ করা হয়েছে। 

স্থানীয় ছাত্রলীগ নেতা মো. শাহিনুর রহমান সবুজ জানান,৬টি পাইপ মাটির নিচে পুঁতে বিকল্প ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত