রংপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। এ দেশের মানুষ যে মেরুদণ্ডসম্পন্ন, এ দেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না। বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাব, এটি এমনভাবে কাজ করেছে যে বাংলাদেশের মানুষকে তারা মানুষ বলে মনে করেনি।
আজ শনিবার রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি পুরাতন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আখতার।
এনিসিপির এ নেতা বলেন, ‘পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত হয়েছে, তখন সীমান্তে আবারও বাংলাদেশের মানুষকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ। ধরে নিয়ে যাওয়ার পর বাংলাদেশের ওপরে আধিপত্যবাদী, আগ্রাসনবাদী ভূমিকাগুলো নিচ্ছে। সে জায়গায় বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) যারা আছেন, তাঁরাও সাহসী ভূমিকা নিচ্ছেন। এটা বাংলাদেশের সামগ্রিকভাবে যে উল্লম্ফন ঘটেছে চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে, তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি।’
আখতার হোসেন আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা ধরনের পারস্পরিক সম্পর্কের জায়গা রয়েছে। কিন্তু এই সম্পর্কের জায়গাকে যেন একপেশে করে ফেলা না হয়। কোনোভাবেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রভাবিতের সম্পর্ক হতে পারে না। প্রতিবেশী হিসেবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক, ভারত হোক, অথবা অপর যে দেশই হোক না কেন, তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে সে লক্ষ্যকে সামনে নিয়েই জাতীয় নাগরিক পার্টি কার্যক্রমগুলো পরিচালনা করছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষেরা তাদের মর্যাদার এবং নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে এককাট্টা হয়েছেন। কোথাও যদি কোনো ধরনের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্যায়ের মতো ঘটনা ঘটে, সেখানে জনতার পক্ষ থেকে বর্ডার গার্ডের পাশাপাশি যে ভূমিকা আমরা দেখেছি, সাধারণ জনগণের সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ ও ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয়।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। এ দেশের মানুষ যে মেরুদণ্ডসম্পন্ন, এ দেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না। বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাব, এটি এমনভাবে কাজ করেছে যে বাংলাদেশের মানুষকে তারা মানুষ বলে মনে করেনি।
আজ শনিবার রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি পুরাতন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আখতার।
এনিসিপির এ নেতা বলেন, ‘পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত হয়েছে, তখন সীমান্তে আবারও বাংলাদেশের মানুষকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ। ধরে নিয়ে যাওয়ার পর বাংলাদেশের ওপরে আধিপত্যবাদী, আগ্রাসনবাদী ভূমিকাগুলো নিচ্ছে। সে জায়গায় বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) যারা আছেন, তাঁরাও সাহসী ভূমিকা নিচ্ছেন। এটা বাংলাদেশের সামগ্রিকভাবে যে উল্লম্ফন ঘটেছে চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে, তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি।’
আখতার হোসেন আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা ধরনের পারস্পরিক সম্পর্কের জায়গা রয়েছে। কিন্তু এই সম্পর্কের জায়গাকে যেন একপেশে করে ফেলা না হয়। কোনোভাবেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রভাবিতের সম্পর্ক হতে পারে না। প্রতিবেশী হিসেবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক, ভারত হোক, অথবা অপর যে দেশই হোক না কেন, তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে সে লক্ষ্যকে সামনে নিয়েই জাতীয় নাগরিক পার্টি কার্যক্রমগুলো পরিচালনা করছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষেরা তাদের মর্যাদার এবং নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে এককাট্টা হয়েছেন। কোথাও যদি কোনো ধরনের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্যায়ের মতো ঘটনা ঘটে, সেখানে জনতার পক্ষ থেকে বর্ডার গার্ডের পাশাপাশি যে ভূমিকা আমরা দেখেছি, সাধারণ জনগণের সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ ও ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয়।’
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
৮ মিনিট আগে২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
২৪ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।
৩৩ মিনিট আগে