Ajker Patrika

ওষুধ নেই, চিকিৎসা কেবল মুখে মুখে

  • কমিউনিটি ক্লিনিকগুলোতে আগে ২৭টি ওষুধ দেওয়া হতো
  • সংশ্লিষ্টরা বলছেন, কয়েক মাস ধরে ওষুধ সরবরাহ নেই
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ 
আপডেট : ০৪ মে ২০২৫, ০৮: ৫৫
সদর উপজেলার কালুহাটি কমিউনিটি ক্লিনিকে রোগীরা। ছবি: আজকের পত্রিকা
সদর উপজেলার কালুহাটি কমিউনিটি ক্লিনিকে রোগীরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ওষুধ না থাকায় এখান থেকে ওষুধ দিচ্ছে না, বাইরে থেকে কিনে নিতে বলেছেন ডাক্তার। হাসিনা বেগমের মতো অনেকেই সেবা নিতে এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলার চিকিৎসাসেবা চাহিদার একটি বড় অংশ পূরণ করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র (ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি) এবং কমিউনিটি ক্লিনিক (সিসি)। তবে কয়েক মাস ধরেই ওষুধ নেই স্বাস্থ্যসেবার প্রথম ধাপের প্রতিষ্ঠানগুলোতে।

ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের তথ্যমতে, জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে ৫৯টি, পল্লী স্বাস্থ্যকেন্দ্র ৭টি, মা ও শিশুকল্যাণকেন্দ্র ৫টি, কমিউনিটি ক্লিনিক ১৭৬টি। স্বাস্থ্যসেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান থেকে খাবার স্যালাইনসহ ২৭টি ওষুধ সরবরাহ করা হতো।

হাসিনা বেগম বৃদ্ধা বলেন, ‘আমার ওষুধ কেনার সামর্থ্য নেই। আমি এই হাসপাতাল থেকে জ্বর, ঠান্ডার ওষুধ নিই। স্যালাইন দেয়, গ্যাসের ওষুধ দেয়। কিন্তু ৫-৬ মাস কোনো ওষুধ পাচ্ছি না আমরা।’

শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের রহিমা বেগম বলেন, ‘আমাদের হাসপাতালে আগে ওষুধ দিত। কিন্তু কয়েক মাস ধরে দিচ্ছে না। ক্লিনিকে গিয়ে চাইলে বলে, সরকার ওষুধ বন্ধ করে দিয়েছে। আমরা কোথা থেকে দেব।’

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা রিক্তা খাতুন বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে আমরা সর্বশেষ ওষুধ পেয়েছি।’ পরিবার পরিকল্পনা পরিদর্শক তাশরীফ বিল্লাহ বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ অপর্যাপ্ত। এ অবস্থায় শুধু মুখে মুখে পরামর্শ দেওয়া ছাড়া উপায় দেখছি না।’

ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহা. মোজাম্মেল করিম বলেন, ‘বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগে কোনো ওষুধের সরবরাহ নেই।’

ঝিনাইদহ সিভিল সার্জন মো. কামরুজ্জামান বলেন, ‘কিছুদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের সরবরাহ ব্যাহত হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন করে ওষুধের সরবরাহ পুরোপুরি সচল করার বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত