Ajker Patrika

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১২: ৪৩
নিহত নেহাল খান। ছবি: সংগৃহীত
নিহত নেহাল খান। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নেহাল খান সৈয়দপুর শহরের নয়া বাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে। তিনি সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী। হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

নিহতের সহপাঠী আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেল করে তিন বন্ধু প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক নেহালের মুখে ও বুকে প্রচণ্ড আঘাত লাগে। অন্য দুই বন্ধু আহত হন। তিনজনকেই এলাকাবাসী আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেহাল খানকে মৃত ঘোষণা করেন। বাকিরা আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত