রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জেলা কর্মকর্তা (উপপরিচালক) আসবেন তাই পূর্ব ঘোষণা ছাড়াই কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, প্রণোদনা দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের কৃষি অফিসে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর বলা হয় আজ প্রণোদনা বিতরণ হবে না।
তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে অধিদপ্তর থেকে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা সরিষা, গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষ্যে কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পণ্য হাতে না পেয়ে ফিরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন জানান, সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছেন তারা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে জানতে পারেন জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ধর্মগড় এলাকার কৃষক সবুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা রোপণ বাদ দিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময়, যাতায়াত ভাড়া দুইটাই নষ্ট হলো।’
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম রানীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোনো লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাশিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. স্বজল ও বাচোর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের ইউনিয়নে যেসব কৃষক এখনো প্রণোদনা পায়নি তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রণোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতেন না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ফিরে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। মোবাইল ফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রণোদনা বন্ধ রেখে কোনো পরিদর্শন করা হয়নি।’
জেলা কর্মকর্তা (উপপরিচালক) আসবেন তাই পূর্ব ঘোষণা ছাড়াই কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, প্রণোদনা দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের কৃষি অফিসে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর বলা হয় আজ প্রণোদনা বিতরণ হবে না।
তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে অধিদপ্তর থেকে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা সরিষা, গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষ্যে কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পণ্য হাতে না পেয়ে ফিরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন জানান, সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছেন তারা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে জানতে পারেন জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ধর্মগড় এলাকার কৃষক সবুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা রোপণ বাদ দিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময়, যাতায়াত ভাড়া দুইটাই নষ্ট হলো।’
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম রানীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোনো লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাশিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. স্বজল ও বাচোর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের ইউনিয়নে যেসব কৃষক এখনো প্রণোদনা পায়নি তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রণোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতেন না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ফিরে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। মোবাইল ফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রণোদনা বন্ধ রেখে কোনো পরিদর্শন করা হয়নি।’
প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন...
৯ মিনিট আগেকিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দ
১১ মিনিট আগেপটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যারা রাজনৈতিক সচেতন, তাঁদের প্রত্যেকের এ দায় রয়েছে। তাঁরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সে স্বপ্ন
২২ মিনিট আগে