রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জেলা কর্মকর্তা (উপপরিচালক) আসবেন তাই পূর্ব ঘোষণা ছাড়াই কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, প্রণোদনা দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের কৃষি অফিসে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর বলা হয় আজ প্রণোদনা বিতরণ হবে না।
তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে অধিদপ্তর থেকে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা সরিষা, গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষ্যে কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পণ্য হাতে না পেয়ে ফিরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন জানান, সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছেন তারা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে জানতে পারেন জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ধর্মগড় এলাকার কৃষক সবুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা রোপণ বাদ দিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময়, যাতায়াত ভাড়া দুইটাই নষ্ট হলো।’
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম রানীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোনো লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাশিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. স্বজল ও বাচোর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের ইউনিয়নে যেসব কৃষক এখনো প্রণোদনা পায়নি তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রণোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতেন না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ফিরে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। মোবাইল ফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রণোদনা বন্ধ রেখে কোনো পরিদর্শন করা হয়নি।’
জেলা কর্মকর্তা (উপপরিচালক) আসবেন তাই পূর্ব ঘোষণা ছাড়াই কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, প্রণোদনা দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে তাঁদের কৃষি অফিসে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর বলা হয় আজ প্রণোদনা বিতরণ হবে না।
তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে অধিদপ্তর থেকে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা সরিষা, গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষ্যে কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পণ্য হাতে না পেয়ে ফিরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন জানান, সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছেন তারা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে জানতে পারেন জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ধর্মগড় এলাকার কৃষক সবুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা রোপণ বাদ দিয়ে ১৫ কিলোমিটার দূর থেকে আসছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময়, যাতায়াত ভাড়া দুইটাই নষ্ট হলো।’
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম রানীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরিদর্শনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোনো লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
লেহেম্বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাশিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. স্বজল ও বাচোর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের ইউনিয়নে যেসব কৃষক এখনো প্রণোদনা পায়নি তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রণোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতেন না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ফিরে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। মোবাইল ফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রণোদনা বন্ধ রেখে কোনো পরিদর্শন করা হয়নি।’
পোস্টে বলা হয়, গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলা সদরে এনসিপির পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে...
২৪ মিনিট আগেমামলার এজাহার অনুযায়ী, ইউসিবি পিএলসির চট্টগ্রামের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ‘ভিশন ট্রেডিং’ একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। শাখাটির তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. একরাম উল্লাহ ও শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী প্রতিষ্ঠানটির হিসাব...
২৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত আরও ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করেছে।
৩২ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলে অপহৃত হয়েছেন বলে খবর মিলেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ঠেঙ্গারচর এলাকায় বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় এই ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন। জেলেদের মুক্তির জন্য অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে স্বজনদের দাবি।
৪২ মিনিট আগে