গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
‘সরকার যেভাবে হুট কোরিয়া জ্বালানি তেলের দাম বারাইল, এখন তো মনে হয় চোল মোটরসাইকেল না চালেয়া বাইসাইকেল কিনি চালা লাগবে, নতুবা দাদা-নানার প্রাচীনকালের সভ্যতায় ফিরে গিয়ে পায়ে হাঁটার অভ্যাস করতে হবে, তাহলে আর সমস্যা হবার নেয়। দেশে যেভাবে হুড়হুড় করি সবকিছুর দাম বাড়া শুরু করছে তাতে তো মনে হয়, সরকার আস্তে আস্তে হামারগুলার সাধারণ জনগণণের গলা চিপি ধরতেছে। এবার হামাকগুলাক না মারি ছাড়বে না মনে চোল।’ এভাবেই আক্ষেপ করছিলেন রংপুরের গঙ্গাচড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মনির মিয়া। আজ শনিবার গঙ্গাচড়া বাজারে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের পেট্রোল কিনতে আসা মনির আরও বলেন, ‘হামরা সাধারণ মানুষ তো রাজনীতির দলের লোকদের কাছে ফুটবল একটা। ওমরা যেভাবে পায় সেইভাবে হামাকগুলাক পা দিয়া শটায়, তাতে যে সরকারে আসে না কেন।’
গতকাল শুক্রবার মধ্যরাতে সারা দেশে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার জন্য পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কে আগে তেল কিনবে, এই নিয়ে মোটরসাইকেলচালকদের মধ্যে বাগ্বিতণ্ডাও দেখা গেছে। যদিও লাভ হয়নি কোনো। পাম্প মালিকেরা ঘোষণা পাওয়ার সঙ্হে সঙ্হেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম তাৎক্ষণিক বাড়িয়ে দিয়েছেন। এমনকি কিছু কিছু পাম্প মালিক কিছুক্ষণের জন্য তেল বিক্রি বন্ধ করে দেন।
এদিকে তেলের দাম বাড়ায় জ্বালানিচালিত পরিবহনের ভাড়া বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। বেশি ভাড়া চাওয়া পরিবহনচালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির অভিযোগও পাওয়া গেছে।
লালমনিরহাটের হাতিবান্ধা থেকে রংপুর মেডিকেলে আসা আব্দুর রাজ্জাক জানান, ‘মায়ের চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশায় করে রংপুর মেডিকেলে নিয়ে এসেছিলাম গত বুধবার। ডাক্তার বলেছিলে শনিবারে নিয়ে আসতে। আজকে আবারও নিয়ে আসলাম। গত বুধবার যেখানে সিএনজি ভাড়া নিয়েছে ৬০০ টাকা, সেই সিএনজি ভাড়া আজকে আমার কাছে নিল ৯০০ টাকা। সকালে হাতীবান্ধায় স্ট্যান্ডে ১ ঘণ্টা লেট করছি। বাধ্য হয়ে ৫০০ টাকার ভাড়া ৯০০ টাকা দিয়ে আসলাম।
শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রোল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
‘সরকার যেভাবে হুট কোরিয়া জ্বালানি তেলের দাম বারাইল, এখন তো মনে হয় চোল মোটরসাইকেল না চালেয়া বাইসাইকেল কিনি চালা লাগবে, নতুবা দাদা-নানার প্রাচীনকালের সভ্যতায় ফিরে গিয়ে পায়ে হাঁটার অভ্যাস করতে হবে, তাহলে আর সমস্যা হবার নেয়। দেশে যেভাবে হুড়হুড় করি সবকিছুর দাম বাড়া শুরু করছে তাতে তো মনে হয়, সরকার আস্তে আস্তে হামারগুলার সাধারণ জনগণণের গলা চিপি ধরতেছে। এবার হামাকগুলাক না মারি ছাড়বে না মনে চোল।’ এভাবেই আক্ষেপ করছিলেন রংপুরের গঙ্গাচড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মনির মিয়া। আজ শনিবার গঙ্গাচড়া বাজারে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের পেট্রোল কিনতে আসা মনির আরও বলেন, ‘হামরা সাধারণ মানুষ তো রাজনীতির দলের লোকদের কাছে ফুটবল একটা। ওমরা যেভাবে পায় সেইভাবে হামাকগুলাক পা দিয়া শটায়, তাতে যে সরকারে আসে না কেন।’
গতকাল শুক্রবার মধ্যরাতে সারা দেশে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার জন্য পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কে আগে তেল কিনবে, এই নিয়ে মোটরসাইকেলচালকদের মধ্যে বাগ্বিতণ্ডাও দেখা গেছে। যদিও লাভ হয়নি কোনো। পাম্প মালিকেরা ঘোষণা পাওয়ার সঙ্হে সঙ্হেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম তাৎক্ষণিক বাড়িয়ে দিয়েছেন। এমনকি কিছু কিছু পাম্প মালিক কিছুক্ষণের জন্য তেল বিক্রি বন্ধ করে দেন।
এদিকে তেলের দাম বাড়ায় জ্বালানিচালিত পরিবহনের ভাড়া বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। বেশি ভাড়া চাওয়া পরিবহনচালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির অভিযোগও পাওয়া গেছে।
লালমনিরহাটের হাতিবান্ধা থেকে রংপুর মেডিকেলে আসা আব্দুর রাজ্জাক জানান, ‘মায়ের চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশায় করে রংপুর মেডিকেলে নিয়ে এসেছিলাম গত বুধবার। ডাক্তার বলেছিলে শনিবারে নিয়ে আসতে। আজকে আবারও নিয়ে আসলাম। গত বুধবার যেখানে সিএনজি ভাড়া নিয়েছে ৬০০ টাকা, সেই সিএনজি ভাড়া আজকে আমার কাছে নিল ৯০০ টাকা। সকালে হাতীবান্ধায় স্ট্যান্ডে ১ ঘণ্টা লেট করছি। বাধ্য হয়ে ৫০০ টাকার ভাড়া ৯০০ টাকা দিয়ে আসলাম।
শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রোল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
১৪ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১৬ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
২৬ মিনিট আগে