শিপুল ইসলাম, রংপুর
রিকশাভাড়ার টাকা না থাকায় প্রতিদিন দুই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করত রংপুরের তারাগঞ্জের ইকরচালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুন। এখন সে হেঁটে নয় নিজের বাইসাইকেলে প্যাডল ঘুরিয়ে বিদ্যালয়ে যাবে। আজ বুধবার রিয়ার হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপহারের বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। রিয়ার বাড়ি লক্ষ্মীপুর গ্রামে।
বাইসাইকেল হাতে পেয়ে আনন্দে রিয়ার চোখ-মুখ ঝলমল করছিল। বারবার নতুন সাইকেলটি নেড়েচেড়ে দেখছিল সে। জানতে চাইলে রিয়া বলে, ‘আর পায়ে ব্যথা হবে না। হেঁটে নয়, এখন গোলাপি রঙের সাইকেল চড়ে স্কুলে যাব। ছুটির পর বাড়ি ফিরতে আর আগের মতো দেরি হবে না। বেলা ডুবার আগেই সাইকেল ঘুরিয়ে ঘরে ফিরব। বই পড়ব।’
শুধু রিয়া খাতুনই নয়, তাঁর মতো উপজেলার ১০টি বিদ্যালয়ের ৩৭ জন দরিদ্র শিক্ষার্থীকে আজ উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা প্রশাসন স্কুল মাঠে এসব সাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল পেয়ে মাঠেই চালিয়ে দেখছিল পাটোয়ারিপাড়া গ্রামের ৮ম শ্রেণি পড়ুয়া খুশি মনি। সে বলে, ‘স্কুলে ভর্তি হয়েছি থেকেই হেঁটে যাওয়া আসা করি। আজ সরকারি সাইকেল পাইলাম। এটাতে চড়ে বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি দ্রুত যাব। লেখাপড়া করার সময় বেশি পাব। যারা আমাদের সাইকেল দিল তাঁদের অসংখ্য ধন্যবাদ।’
ছুট মেনানগর গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী আরিচা আক্তার বলে, ‘স্বপ্নেও ভাবি নাই আমার নিজের একটা সাইকেল হবে। হেঁটে যাওয়ায় ধুলাবালিতে কাপড় নষ্ট হতো। হেঁটে যেতে কষ্ট হতো, পা ব্যথা করত। এখন আর এসব কষ্ট থাকবে না। সরকারি সাইকেলে চড়ে স্কুলে যাব।’
মেয়ের সঙ্গে বাইসাইকেল নিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক কমল চন্দ্র রায় বলেন, ‘কামাইর টাকা দিয়া সংসার খরচই হয় না। ছাওয়ার স্কুলোত যাওয়া আসার রিকশা ভাড়া কোনঠে থাকি দেই। টিফিনের দুই চার টাকায় দিবার পারি না। হাঁটি স্কুল গেইছে ছাওয়া গুলা। আইজ বেটিটা সাইকেল পাইল। মুই খুব খুশি সরকারি লোকোক ধন্যবাদ দেও।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরের এডিপির অর্থায়নে সাইকেলগুলো কেনা ছিল। সেগুলো আজ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলো। শিক্ষার্থীরা সাইকেলে বিদ্যালয় যাবে। এতে সময় বাঁচবে, কষ্ট কমবে। পড়াশোনার ক্ষেত্রে সাইকেলগুলো সহায়ক ভূমিকা পালন করবে।’
রিকশাভাড়ার টাকা না থাকায় প্রতিদিন দুই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করত রংপুরের তারাগঞ্জের ইকরচালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুন। এখন সে হেঁটে নয় নিজের বাইসাইকেলে প্যাডল ঘুরিয়ে বিদ্যালয়ে যাবে। আজ বুধবার রিয়ার হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপহারের বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। রিয়ার বাড়ি লক্ষ্মীপুর গ্রামে।
বাইসাইকেল হাতে পেয়ে আনন্দে রিয়ার চোখ-মুখ ঝলমল করছিল। বারবার নতুন সাইকেলটি নেড়েচেড়ে দেখছিল সে। জানতে চাইলে রিয়া বলে, ‘আর পায়ে ব্যথা হবে না। হেঁটে নয়, এখন গোলাপি রঙের সাইকেল চড়ে স্কুলে যাব। ছুটির পর বাড়ি ফিরতে আর আগের মতো দেরি হবে না। বেলা ডুবার আগেই সাইকেল ঘুরিয়ে ঘরে ফিরব। বই পড়ব।’
শুধু রিয়া খাতুনই নয়, তাঁর মতো উপজেলার ১০টি বিদ্যালয়ের ৩৭ জন দরিদ্র শিক্ষার্থীকে আজ উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা প্রশাসন স্কুল মাঠে এসব সাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল পেয়ে মাঠেই চালিয়ে দেখছিল পাটোয়ারিপাড়া গ্রামের ৮ম শ্রেণি পড়ুয়া খুশি মনি। সে বলে, ‘স্কুলে ভর্তি হয়েছি থেকেই হেঁটে যাওয়া আসা করি। আজ সরকারি সাইকেল পাইলাম। এটাতে চড়ে বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি দ্রুত যাব। লেখাপড়া করার সময় বেশি পাব। যারা আমাদের সাইকেল দিল তাঁদের অসংখ্য ধন্যবাদ।’
ছুট মেনানগর গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী আরিচা আক্তার বলে, ‘স্বপ্নেও ভাবি নাই আমার নিজের একটা সাইকেল হবে। হেঁটে যাওয়ায় ধুলাবালিতে কাপড় নষ্ট হতো। হেঁটে যেতে কষ্ট হতো, পা ব্যথা করত। এখন আর এসব কষ্ট থাকবে না। সরকারি সাইকেলে চড়ে স্কুলে যাব।’
মেয়ের সঙ্গে বাইসাইকেল নিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক কমল চন্দ্র রায় বলেন, ‘কামাইর টাকা দিয়া সংসার খরচই হয় না। ছাওয়ার স্কুলোত যাওয়া আসার রিকশা ভাড়া কোনঠে থাকি দেই। টিফিনের দুই চার টাকায় দিবার পারি না। হাঁটি স্কুল গেইছে ছাওয়া গুলা। আইজ বেটিটা সাইকেল পাইল। মুই খুব খুশি সরকারি লোকোক ধন্যবাদ দেও।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরের এডিপির অর্থায়নে সাইকেলগুলো কেনা ছিল। সেগুলো আজ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলো। শিক্ষার্থীরা সাইকেলে বিদ্যালয় যাবে। এতে সময় বাঁচবে, কষ্ট কমবে। পড়াশোনার ক্ষেত্রে সাইকেলগুলো সহায়ক ভূমিকা পালন করবে।’
ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগেবিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তারা কারামুক্ত হন।
১১ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১৪ মিনিট আগেময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার রাতে রাজধানীর আফতাব নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে