Ajker Patrika

সৈয়দপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণচেষ্টার অভিযোগে আজ বুধবার সকালে সৈয়দপুর থানায় মামলা করেছে শিশুটির পরিবার। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন।

পুলিশে হাতে আটক থাকা ব্যক্তির নাম নুর আমিন। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নুর আমিন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভায় একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় একজন রিকশাচালক।

মেয়েটির চাচা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে শিশুটি খেলাধুলা করছিল। তাকে টাকা দেওয়ার কথা বলে জোরজবরদস্তি বাড়িতে নিয়ে যান নুর আমিন। একপর্যায়ে মেয়েটির মা খোঁজাখুঁজি শুরু করলে অভিযুক্ত নুর আমিন বুঝতে পেরে মেয়েটিকে ছেড়ে দেন। পরে শিশুটি বাসায় এসে মাকে বলেন। বিষয়টি সবাই জানলে এলাকাবাসী মিলে অভিযুক্ত নুর আমিনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দিন রাতেই অভিযুক্ত নুর আমিনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত