Ajker Patrika

কারফিউর মধ্যে খানসামায় চলছে অসহযোগ কর্মসূচি 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৪: ৫১
কারফিউর মধ্যে খানসামায় চলছে অসহযোগ কর্মসূচি 

সারা দেশে চলমান কারফিউর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি সফল করতে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে স্লোগানে উত্তাল, শক্ত অবস্থানে আন্দোলনকারী ছাত্র-জনতা। 

আজ সোমবার সকাল থেকে পাকেরহাট শাপলা চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতাদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে এদিন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। 

এদিন সকাল ১০টায় বিক্ষোভ মিছিল পাকেরহাট শাপলা চত্বর থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শাপলা চত্বরে অবস্থান নিয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বক্তারা বক্তব্য দেন। দুপুরের দিকে আবারও পাকেরহাটের প্রধান সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় দোকানপাট বন্ধ ছিল। 

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থানের সময় পাকেরহাটের মূল সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে দেখা যায়। 

এদিকে সকাল থেকেই পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত খানসামা উপজেলায় কোনো সংঘর্ষ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত