Ajker Patrika

গাইবান্ধা জেলা জাপার সভাপতি সরওয়ার, সম্পাদক মশিউর

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২৩: ০৬
গাইবান্ধা জেলা জাপার সভাপতি সরওয়ার, সম্পাদক মশিউর

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি হলেন মো. সরওয়ার হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান। জাপার একটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

সম্মেলনের দুই মাস পর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির (জাপা) কমিটি অনুমোদন দিয়েছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুর সুপারিশে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির প্রস্তাবিত কমিটি অনুমোদন করেছেন। 

এক মাসের মধ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

নতুন কমিটির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহীন বলেন, ‘অনেক প্রতীক্ষার পর জেলা জাপার প্রস্তাবিত কমিটির অনুমোদন হয়েছে। এই কমিটির মাধ্যমে পার্টিকে সাধারণ জনগণের কাছে তুলে ধরে জাগ্রত করার চেষ্টা করব। আর আগামীতে জাতীয় পাটির ঐতিহ্য যে দুর্গ হিসেবে পরিচিত ছিল সেই অবস্থানে নিয়ে যাব।’ 

 ১১ বছর পর গত ১৯ অক্টোবর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত