ঠাকুরগাঁও প্রতিনিধি
ইউপি নির্বাচনে কারচুপি ও ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘিডোব গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত আটটার দিকে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘিডোবপুর গ্রামের সাহাবলি হুসেন (৩৫), মজাহারুল (৪০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তাঁর সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাঁর গাড়ি ভাঙচুর করে। সড়ক কেটে দেয় বিক্ষুব্ধরা। এ সময় সরকারি মালামাল এবং আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। গুলিতে দুজন ঘটনাস্থলে নিহত হন এবং তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম চয়ন বলেন, সহিংসতার ঘটনায় সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ইউপি নির্বাচনে কারচুপি ও ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘিডোব গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত আটটার দিকে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘিডোবপুর গ্রামের সাহাবলি হুসেন (৩৫), মজাহারুল (৪০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তাঁর সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাঁর গাড়ি ভাঙচুর করে। সড়ক কেটে দেয় বিক্ষুব্ধরা। এ সময় সরকারি মালামাল এবং আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। গুলিতে দুজন ঘটনাস্থলে নিহত হন এবং তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম চয়ন বলেন, সহিংসতার ঘটনায় সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে এক দফায় ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়িতে ভাঙচুর চালান। আরেক দফায় হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ করা হয়
৩ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
১১ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
১৩ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
২২ মিনিট আগে