পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার প্রার্থী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতির বাসভবনে হামলা হয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের বাসভবনে এ হামলা হয়।
এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনের সড়কে থাকা সংসদ সদস্যর ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাসায় আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা। তাঁরা ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা সাংসদের ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের প্রাইভেটকার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জানান, হামলাকারী ৫০-৬০ জনের অধিকাংশরাই ছিল মাস্ক-হেলমেট পড়া।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার প্রার্থী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতির বাসভবনে হামলা হয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের বাসভবনে এ হামলা হয়।
এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনের সড়কে থাকা সংসদ সদস্যর ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাসায় আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা। তাঁরা ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা সাংসদের ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের প্রাইভেটকার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জানান, হামলাকারী ৫০-৬০ জনের অধিকাংশরাই ছিল মাস্ক-হেলমেট পড়া।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৩ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে