Ajker Patrika

হিলিতে দুটি নিষ্ক্রিয় মর্টারশেল উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে দুটি নিষ্ক্রিয় মর্টারশেল উদ্ধার

দিনাজপুরের হিলিতে দুটি মর্টারশেল উদ্ধার করেছে হাকিমপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলীর একটি ধানখেত থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। মর্টার শেল দুটি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা—মর্টারশেল দুটি মুক্তিযুদ্ধের সময় ফেলা হয়েছিল।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম বলেন, ‘উপজেলার মহেশপুর গ্রামে ইউসুফ আলী নামের এক কৃষক তার ধানখেতে পানি দেওয়ার জন্য জামির আইল কাটতে থাকেন। এ সময় কোদালে শক্ত কিছু অনুভব করলে মাটি খুঁড়ে মর্টারশেল দুটি বেড় করে এবং থানায় খবর দেয়।’ 

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ইউসুফ আলীর বাড়ি থেকে মর্টারশেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেল দুটি নিষ্ক্রিয় এবং মুক্তিযুদ্ধের সময়ে ফেলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত